ATK Mohun Bagan

ATK Mohun Bagan: ধারে-ভারে পিছিয়ে থাকলেও ব্লু স্টারকে হালকা ভাবে নিচ্ছেন না এটিকে মোহনবাগান কোচ

এএফসি কাপের প্রাক যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে এটিকে মোহনবাগান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২২ ১৭:০৫
Share:

বিপক্ষকে শ্রদ্ধা ফেরান্দোর ফাইল ছবি

এএফসি কাপের প্রাক যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলার প্রস্তুতি ইতি মধ্যেই শুরু করে দিয়েছে এটিকে মোহনবাগান। আগামী ১২ এপ্রিল যুবভারতীতে শ্রীলঙ্কার ব্লু স্টার এফসি-র বিরুদ্ধে খেলবে সবুজ-মেরুন। ধারে-ভারে পিছিয়ে থাকলেও শ্রীলঙ্কার ক্লাবটিকে খাটো করে দেখতে নারাজ কোচ জুয়ান ফেরান্দো। উল্টে যথেষ্ট সমীহই করছেন রয় কৃষ্ণদের কোচ।

Advertisement

এটিকে মোহনবাগানের মিডিয়া টিমকে ফেরান্দো বলেছেন, “ব্লু স্টারের পাসিং খুব ভাল। প্রেসিং ফুটবলও খেলতে পারে। ধীর গতির ফুটবল খেলে প্রতি আক্রমণে উঠতে অভ্যস্ত। তাই আমাদের ৯০ মিনিটই সতর্ক থাকতে হবে। আগের ম্যাচে শেষ ১০ মিনিটে ব্লু স্টার খুব ভাল খেলেনি। অনেকেই ভাবছেন ওরা এমন কিছু আহামরি দল নয়। কিন্তু আমি তা মানতে চাই না। দু’গোল পেয়ে যাওয়ার পর ওরা নিজেদের উজাড় করে দিতে চায়নি বলেই হয়তো গা ছাড়া মনোভাব নিয়ে খেলেছে।”

শ্রীলঙ্কার ক্লাব লং বলে খেলে অভ্যস্ত। পাশাপাশি উইং বদলে গোল করতেও পারে তারা। সে ব্যাপারে ফেরান্দো বললেন, “বিপক্ষের রক্ষণের মাথার উপর দিয়ে বল পাঠানোর চেষ্টা ওরা সব সময় করে। ওদের সেন্টার ব্যাক চামেরা অনেকটা আমাদের কার্ল ম্যাকহিউয়ের মতো খেলে। যেমন রক্ষণ করে তেমনই পাস বাড়াতেও অভ্যস্ত। আমাদের মাথায় রাখতে হবে যে শ্রীলঙ্কার সেরা ক্লাব খেলতে আসছে। সে ভাবেই আমরা প্রস্তুতি নিচ্ছি।” মাচিন্দ্রার বিরুদ্ধে ব্লু স্টারের ম্যাচ খুঁটিয়ে দেখেছেন ফেরান্দো। সেই ম্যাচের ভিডিয়ো রেকর্ডিংও সঙ্গে রেখেছেন। আগামী কয়েক দিনে সেই ম্যাচের চুলচেরা বিশ্লেষণ করবেন তিনি।

Advertisement

এটিকে মোহনবাগানকে কি এএফসি কাপ জেতানোর স্বপ্ন দেখছেন তিনি? ফেরান্দোর উত্তর, “আমি প্রতিটা ম্যাচ ধরে ধরে এগোতে চাই। এখন আমার মাথায় শুধু ব্লু স্টার। আশা করি গ্যালারি ভর্তি করে সমর্থকরা ম্যাচ দেখতে আসবেন। সবুজ-মেরুন সমর্থকদের উন্মাদনা আমাদের উদ্বুদ্ধ করবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন