Xavi Hernandez

Iniesta-Xavi: বন্ধু জ়াভিকে শুভেচ্ছা ইনিয়েস্তার

পেপ গুয়ার্দিওলার কোচিংয়েই লিয়োনেল মেসি, আন্দ্রে ইনিয়েস্তার সঙ্গে জুটি বেঁধে বার্সাকে সাফল্যের শিখরে নিয়ে গিয়েছিলেন জ়াভি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২১ ১০:০৮
Share:

আগমন: বার্সেলোনা বিমানবন্দর থেকে বেরিয়ে আসছেন জ়াভি। ছবি টুইটার।

বার্সেলোনা পৌঁছে গেলেন জ়াভি হার্নান্দেস। আজ, সোমবার ক্যাম্প ন্যুতে সমর্থকদের উপস্থিতিতে তাঁকে বরণ করে নেওয়া হবে। অনুশীলনও জ়াভি শুরু করে দেবেন সোমবার থেকে।

Advertisement

চব্বিশ ঘণ্টা আগেই লা লিগায় সেল্তা ভিগোর সঙ্গে বার্সা ৩-৩ ড্র করেছে। আনসু ফাতিদের পরের ম্যাচ এস্পানিয়োলের বিরুদ্ধে ২০ নভেম্বর। লা লিগা টেবলে নবম স্থানে নেমে যাওয়া বার্সায় সুদিন ফেরাতে জ়াভি অনুসরণ করতে চান ইয়োহান ক্রুয়েফ, ফ্র্যাঙ্ক রাইকার্ড, পেপ গুয়ার্দিওলা ও লুইস এনরিকে-কে। এক সাক্ষাৎকারে বার্সার নতুন ম্যানেজার বলেছেন, ‘‘ক্রুয়েফ আমাকে বলেছিলেন, অনুশীলনই হচ্ছে এক জন খেলায়াড়ের জীবনে সবচেয়ে কাছের।’’

পেপ গুয়ার্দিওলার কোচিংয়েই লিয়োনেল মেসি, আন্দ্রে ইনিয়েস্তার সঙ্গে জুটি বেঁধে বার্সাকে সাফল্যের শিখরে নিয়ে গিয়েছিলেন জ়াভি। যদিও ২০০৮ সালে তাঁকে ছেড়ে দিতে চেয়েছিল ক্লাব! সেই সময় বার্সার টেকনিক্যাল সেক্রেটারি জ়াভিকে রাখতে আগ্রহী ছিলেন না। কিন্তু পেপ রাজি হননি। জ়াভির কথায়, ‘‘প্রথম সাক্ষাতেই পেপের কাছে জানতে চেয়েছিলাম, আমাকে কি এই দলের মধ্যে দেখছেন? আমার কি কোনও গুরুত্ব আছে?’’ কী বলেছিলেন প্রাক্তন গুরু? জ়াভি বলেছেন, ‘‘কোনও রকম ভনিতা না করে সরাসরি পেপ আমাকে বলেছিলেন, ‘তোমাকে ছাড়া এই দলের কথা কল্পনাও করতে পারি না।’ ওঁর উত্তর শোনার পরে আমার সব সমস্যা দূর হয়ে গিয়েছিল। আমার তখন একমাত্র লক্ষ্য ছিল, বার্সায় মনঃসংযোগ করা।’’ জ়াভি যোগ করছেন, ‘‘পেদ্রো, সের্খিয়ো বুস্কেৎস তখনও প্রথম ডিভিশনে খেলা শুরু করেনি। অথচ পেপ ওদের খুব ভাল করে চিনতেন। ওদের প্রথম দলে সুযোগ দেওয়ার ক্ষেত্রে ন্যূনতম দ্বিধাও ছিল না পেপের। যা আমাকে বিস্মিত করেছিল।’’

Advertisement

রাইকার্ডের প্রতিও সমান শ্রদ্ধাশীল জ়াভি। বলেছেন, ‘‘ওঁর সম্পর্কে অনেক কিছু বলতে পারি। আমি অবশ্য একটি বিষয়কেই সবচেয়ে বেশি গুরুত্ব দেব। রাইকার্ড অসাধারণ এক জন মানুষ। প্রচণ্ড আবেগপ্রবণও। রাইকার্ড যে আমাদের কত কাছের, তা সব সময়ই অনুভব করতাম। স্পেনের জাতীয় দলে কোচ ভিসেন্তে দেল বস্কিকেও একই রকম দেখেছি।’’ এখানেই শেষ নয়। জ়াভি বলেছেন, ‘‘রোনাল্ডিনহো, স্যামুয়েল এটো, ডেকো, রাফায়েল মার্কুয়েস, ভিক্টর ভালদেস, কার্লেস পুয়োলের মতো একঝাঁক তারকাকে দলে কী ভাবে সামলাতে হয়, তা খুব ভাল জানতেন রাইকার্ড। প্রত্যেকের কাছ থেকে সেরাটা কী ভাবে বার করে আনতে হয় জানতেন তিনি।’’

২০১৫ সালে জ়াভি যখন অবসর নিচ্ছেন, বার্সার ম্যানেজার তখন লুইস এনরিকে। বলছিলেন, ‘‘অসাধারণ একটা বছর শেষ হওয়ার পরে দলের সব তারকারা আমার পাশে ছিল সমর্থকদের বিদায় জানানোর সময়। অধিনায়ক হিসেবে লা লিগা, কোপা দেল রে, চ্যাম্পিয়ন্স লিগ জিতেছি আমি। সত্যি কথা বলতে মাঠে সেই সময় আমাকে খুব একটা প্রয়োজনও ছিল না দলের। কিন্তু আমাকে কখনওই তা অনুভব করতে দেননি লুইস। তাই সব সময়ই দলের সঙ্গে খুব একাত্মবোধ করতাম।’’

আল সাদ ছেড়ে প্রিয় ক্লাবে জ়াভির প্রত্যাবর্তন চূড়ান্ত হওয়ার পর থেকেই উৎসবের আবহ বার্সেলোনা জুড়ে। স্পেনীয় সংবাদমাধ্যমের মতে, সোমবার তাঁকে স্বাগত জানাতে ক্যাম্প ন্যু ভরে যাবে। জ়াভির প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত আর বার্সা কিংবদন্তি ইনিয়েস্তা। প্রাক্তন সতীর্থকে স্বাগত জানিয়ে তিনি বলেছেন, ‘‘জ়াভি তৈরি। এই জায়গায় পৌঁছনোর জন্য ও নিজেকে তৈরি করেছে। এই মুহূর্তে বার্সার দায়িত্ব নেওয়ার যোগ্য একমাত্র জ়াভিই।’’ কেন তার ব্যাখ্যাও ইনিয়েস্তা দিয়েছেন। বলেছেন, ‘‘লা মাসিয়া বা ক্লাবকে খুব ভাল চেনে বলেই যে জ়াভি সেরা পছন্দ, তা কিন্তু নয়। ও এখন তৈরি। এটাই সব চেয়ে জরুরি। যে কারণে বার্সায় ফুটবলার জ়াভি কী করেছে, তা গুরুত্বপূর্ণ নয়। ম্যানেজার হিসাবে তৈরি পরীক্ষার মুখোমুখি হতে।’’ জ়াভিকে শুভেচ্ছা জানিয়ে ইনিয়েস্তা আরও বলেছেন, ‘‘ওর সাফল্য করি। এই দিনটার জন্যই ও নিজেকে তৈরি করেছে। আমি নিশ্চিত, জ়াভি প্রচণ্ড উত্তেজিত নতুন এই পরীক্ষার জন্য।’’

বার্সার ফুটবলাররাও আত্মবিশ্বাসী। মেম্ফিস দেপাইয়ের কথায়, ‘‘সর্বোচ্চ পর্যায়ের ফুটবলে প্রচুর অভিজ্ঞতা রয়েছে জ়াভির। যা দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ব্যক্তিগত ভাবে না চিনলেও মনে করছি, আমাদের আবার টেনে তুলবেন জ়াভি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন