দিল্লির অনুষ্ঠানে লিয়োনেল মেসি। ছবি: পিটিআই।
আবার ভারতে আসতে চান লিয়োনেল মেসি। তিন দিনের ভারত সফরের অভিজ্ঞতায় আপ্লুত আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ক। দিল্লিকে ৩৫ মিনিটের অনুষ্ঠানে আবার এ দেশে আসার কথা জানালেন নিজের মুখে।
সোমবার দিল্লিতে অনুষ্ঠান শেষ হওয়ার পর হাতে মাইক্রোফোন তুলে নেন মেসি। ভক্তদের ধন্যবাদ জানান। তিনি কথা বলেছেন স্প্যানিশে। মেসি যা বলেছেন তার অর্থ, ‘‘ভারতে যে ভালবাসা এবং সমর্থন পেলাম, তার জন্য ধন্যবাদ। কয়েকটা দিন দুর্দান্ত কাটল আমাদের। দারুণ সব অভিজ্ঞতা নিয়ে ফিরে যাচ্ছি। আপনাদের ধন্যবাদ।’’ তিনি আরও বলেন, ‘‘আপনাদের ভালবাসা সঙ্গে নিয়ে যাচ্ছি। আবার ভারতে আসব। হয়তো ম্যাচ খেলতে আসব। বা অন্য কোনও কারণে আসব। তবে আমরা অবশ্যই আবার ভারতে আসব। এই কয়েক দিনের অফুরন্ত ভালবাসার জন্য আবার ধন্যবাদ জানাচ্ছি সকলকে।’’
মেসি বক্তব্য রাখার সময় মঞ্চে তাঁর পাশে ছিলেন লুইস সুয়ারেজ় এবং রদ্রিগো ডি’পল। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী দিল্লি থেকে অবশ্য বার্সেলোনা ফিরছেন না মেসি। মঙ্গলবার তিনি যাবেন গুজরাটের জামনগরে। শিল্পপতি মুকেশ অম্বানীর আমন্ত্রণ গ্রহণ করেছেন মেসি। রিলায়্যান্স ফাউন্ডেশনের ‘বনতারা’য় তাঁর আতিথেয়তা গ্রহণ করবেন। মেসির ভারত সফর দীর্ঘায়িত হয়েছে।