Brazil Football

FIFA World Cup 2022: বিশ্বকাপে নামার সাত মাস আগেই জোর ঝামেলা ব্রাজিল-আর্জেন্টিনার

ব্রাজিলের বিরুদ্ধে যোগ্যতা অর্জন ম্যাচ খেলতে নেমেছিল আর্জেন্টিনা। ২০২১ সালের সেই ম্যাচ পাঁচ মিনিটের মধ্যে বাতিল করে দেওয়া হয়। ব্রাজিলের স্বাস্থ্যকর্মীরা অভিযোগ করেন আর্জেন্টিনার ফুটবলাররা কোভিড সংক্রান্ত যথাযথ তথ্য দেননি। সেই কারণে খেলা শুরুর পাঁচ মিনিটের মধ্যেই মাঠ ছাড়তে হয় মেসিদের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২২ ১৪:২৯
Share:

—ফাইল চিত্র

সাত মাস পরে বিশ্বকাপে মুখোমুখি হবে দুই দেশ। এই ম্যাচের জন্যই তাকিয়ে থাকে গোটা ফুটবল বিশ্ব। মাঠে নামার আগে এখনই মাঠের বাইরে জোর ঝামেলা লেগে গেল দুই দেশের।

তাদের কোনও দোষ নেই, তাই ব্রাজিলের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের বাতিল হয়ে যাওয়া ম্যাচ খেলতে নারাজ আর্জেন্টিনা। ফিফা জানিয়েছে লাতিন আমেরিকার দুই দেশ মুখোমুখি হবে ২২ সেপ্টেম্বর। কিন্তু সেই ম্যাচ খেলতে রাজি নয় লিয়োনেল মেসির দেশ।

Advertisement

ব্রাজিলের বিরুদ্ধে যোগ্যতা অর্জন ম্যাচ খেলতে নেমেছিল আর্জেন্টিনা। ২০২১ সালের সেই ম্যাচ পাঁচ মিনিটের মধ্যে বাতিল করে দেওয়া হয়। ব্রাজিলের স্বাস্থ্যকর্মীরা অভিযোগ করেন আর্জেন্টিনার ফুটবলাররা কোভিড সংক্রান্ত যথাযথ তথ্য দেননি। সেই কারণে খেলা শুরুর পাঁচ মিনিটের মধ্যেই মাঠ ছাড়তে হয় মেসিদের।

আর্জেন্টিনার সংবাদমাধ্যমকে সেই দেশের ফুটবল সংস্থার এক উপদেষ্টা আন্দ্রেস উরিখ বলেন, “আমাদের মনে হয় ফের খেলার সিদ্ধান্ত ঠিক নয়। আর্জেন্টিনার জন্য ম্যাচ বাতিল হয়নি। আমরা নিজেদের জায়গায় ঠিক ছিলাম। তাই আমরা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে আবেদন করতে চাই।”

Advertisement

সীমান্তে ভুল তথ্য দেওয়ার অভিযোগ ওঠে আর্জেন্টিনার ফুটবলারদের বিরুদ্ধে। তাঁরা ব্রাজিলে ঢোকার দু’সপ্তাহ আগে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা বা ভারতে ছিলেন কি না, তা জানাননি বলে অভিযোগ। করোনার জন্য ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং ভারত সেই সময় লাল তালিকাভুক্ত দেশ ছিল। ব্রাজিলের নিয়ম অনুযায়ী সে দেশের নাগরিক হলে অথবা বাড়ি থাকলে তবেই ওই লাল তালিকা ভুক্ত দেশগুলি থেকে এসেও সরাসরি থাকা যাবে। কিন্তু আর্জেন্টিনার ফুটবলাররা সেই নিয়ম মানেননি বলে অভিযোগ।

দু’টি দল ইতিমধ্যেই এ বারের বিশ্বকাপে যোগ্যতা অর্জন করেছে। তাই এই ম্যাচের ফলাফলের উপর কোনও কিছুই নির্ভর করছে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন