লিয়োনেল মেসি। — ফাইল চিত্র।
কাতারে বিশ্বকাপ জেতার পর অনেকেই ধরে নিয়েছিলেন লিয়োনেল মেসি এ বার অবসর নেবেন। তবে মেসি সে পথে হাঁটেননি। দেশের হয়ে যেমন নিয়মিত খেলছেন, তেমনই ক্লাবের হয়েও গোল করে চলেছেন। তা দেখে ব্রাজিলের প্রাক্তন ফুটবলার রোনাল্ডোর মনে হচ্ছে, পরের বছরও বিশ্বকাপে মেসিকে খেলতে দেখা যাবে।
গত বছর কোপা আমেরিকা জিতেছেন মেসি। দেশের হয়ে খেলার খিদে এখনও কমেনি তাঁর। এক সংবাদমাধ্যমে রোনাল্ডো বলেছেন, “আমরা যারা মেসির খেলা দেখতে ভালবাসি তাদের কাছে ওকে বিশ্বকাপে দেখা দারুণ ব্যাপার হবে। মেসিকে দারুণ ছন্দে দেখাচ্ছে। আশা করি বিশ্বকাপেও ভাল ফর্মে খেলতে নামবে।”
সম্প্রতি ইন্টার মায়ামির হয়ে টানা পাঁচটি ম্যাচে জোড়া গোল করেছেন মেসি। ক্লাব বিশ্বকাপেও ভাল ছন্দে ছিলেন। তা দেখেই রোনাল্ডো মুগ্ধ। বলেছেন, “ক্লাব বিশ্বকাপে মেসির খেলা দেখে মনে হয়েছে ওর মধ্যে এখনও সেই ব্যাপারটা রয়েছে। যত বারই বল ধরে, কিছু না কিছু উত্তেজক মুহূর্ত দেখা যায়। ম্যাচটা ভাল বুঝতে পারে। কী ভাবে খেলতে হবে সেটাও দলকে বলে দেয়।”
মেসি এর আগে একাধিক বার বলেছেন, ২০২২-এর ফাইনালই বিশ্বকাপে তাঁর খেলা শেষ ম্যাচ। তবে এখনও আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেননি। বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী ম্যাচেও খেলছেন। তা দেখেই সমর্থকদের ধারণা, মেসিকে আমেরিকায় বিশ্বকাপ খেলতে দেখা যাবে। রোনাল্ডোও রয়েছেন সেই আশায়।