Bangladesh

মহিলাদের সাফে বিজয়ী বাংলাদেশ, ভারতের একাধিপত্য থামিয়ে ট্রফি জিতলেন সাবিনারা

সোমবার দশরথ স্টেডিয়ামে ফাইনালে নেপালকে ৩-১ ব্যবধানে হারাল বাংলাদেশ। পুরুষ দল আগে সাফ প্রতিযোগিতা জিতলেও মহিলা দল পারেনি। ভারতের কাছে ২০১৬ সালে ফাইনালে হেরেছিল তারা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২২ ২০:১২
Share:

সাফে বিজয়ী বাংলাদেশের মহিলা ফুটবল দল। ছবি টুইটার

ইতিহাস তৈরি করল বাংলাদেশের মহিলা ফুটবল দল। নেপালের মাটিতে তাদেরই হারিয়ে প্রথম বার মহিলাদের সাফ প্রতিযোগিতা জিতল বাংলাদেশ। সোমবার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ফাইনালে নেপালকে ৩-১ ব্যবধানে হারিয়ে দেয় বাংলাদেশ। গোটা দেশ আনন্দে মেতে ওঠে। পুরুষ দল আগে সাফ প্রতিযোগিতা জিতলেও মহিলা দল পারেনি। ভারতের কাছে ২০১৬ সালে ফাইনালে হেরেছিল তারা। এ বার তৈরি হল ইতিহাস। প্রসঙ্গত, বাংলাদেশ কেন, মহিলাদের সাফ প্রতিযোগিতা আগে ভারত বাদে অন্য কোনও দলই জিততে পারেনি। অতীতে যে পাঁচ বার এই প্রতিযোগিতা হয়েছে, প্রতি বারই জিতেছে ভারত।

Advertisement

নেপালের মাঠে খেলা হওয়ায় স্বাভাবিক ভাবেই জনসমর্থন ছিল বাংলাদেশের বিপক্ষে। তবে সাবিনা খাতুনরা তাতে কেঁপে যাননি। এমনকি, ম্যাচের আগে প্রবল বৃষ্টিতে মাঠ ভারি হয়ে থাকা সত্ত্বেও বাংলাদেশের মহিলা ফুটবলারদের সমস্যা হয়নি। ১৩ মিনিটে সিরাত জাহানের পরিবর্ত হিসাবে নামেন শামসুন্নাহার। পরের মিনিটেই গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন তিনি।

প্রথমার্ধ শেষের চার মিনিট আগে বাংলাদেশের হয়ে দ্বিতীয় গোল কৃষ্ণা রানি সরকারের। দলের তৃতীয় গোল করেন তিনিই। মাঝে নেপালের হয়ে একটি গোল শোধ করেন অনিতা বাসনেত। প্রসঙ্গত, ভারত এই প্রতিযোগিতার সেমিফাইনালে নেপালের কাছে ০-১ হেরে গিয়েছিল। গ্রুপ পর্বে ভারত হেরেছিল বাংলাদেশের কাছেও। ম্যাচের ফল ছিল ভারতের বিপক্ষে ০-৩।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন