FC Barcelona

রবিবার সুপার কাপের ফাইনালে লড়াই রিয়াল-বার্সেলোনার, খেলা রোনাল্ডোর মাঠে

স্পেনীয় সুপার কাপের ফাইনালে উঠে গেল বার্সেলোনা। সেমিফাইনালে ওসাসুনাকে ২-০ গোলে হারাল। রবিবার তারা চিরশত্রু রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে ফাইনালে খেলবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৪ ১৭:০৬
Share:

বৃহস্পতিবার জয়ের পর বার্সেলোনার উচ্ছ্বাস। ছবি: এক্স।

স্পেনীয় সুপার কাপের ফাইনালে উঠে গেল বার্সেলোনা। বৃহস্পতিবার রাতে সেমিফাইনালে ওসাসুনাকে ২-০ গোলে হারাল তারা। রবিবার তারা চিরশত্রু রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে ফাইনালে খেলবে। সেই ম্যাচ হবে সৌদি আরবের রিয়াধের আল-আওয়াল স্টেডিয়ামে। ঘটনাচক্রে, সেটিই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ক্লাব আল নাসেরের ঘরের মাঠ। রিয়াল আবার রোনাল্ডোরই প্রাক্তন ক্লাব।

Advertisement

বার্সেলোনার হয়ে গোলদু’টি করেছেন রবার্ট লেয়নডস্কি এবং লেমিন ইয়ামাল। গত বছর স্পেনীয় সুপার কাপ জিতেছিল বার্সেলোনা। সে বার ফাইনালে রিয়ালকে হারিয়েছিল ৩-১ গোলে। এ বার রিয়ালের কাছে প্রতিশোধ নেওয়ার ম্যাচ। তারা বুধবার রাতে ৫-৩ গোলে আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে ফাইনালে উঠেছে।

গত বছর স্পেনের ঘরোয়া লিগ জেতার সুবাদে সুপার কাপের যোগ্যতা অর্জন করেছে বার্সেলোনা। ওসাসুনা যোগ্যতা অর্জন করেছিল কোপা দেল রে-র ফাইনালে ওঠায়। তবে এ বার বার্সেলোনার অবস্থা ভাল নয়। সাম্প্রতিককালে তাদের পারফরম্যান্স খুব একটা ভাল নয়। লিগে শীর্ষে থাকা রিয়ালের থেকে সাত পয়েন্টে পিছিয়ে তারা।

Advertisement

বৃহস্পতিবারের ম্যাচে বার্সেলোনার দাপট ছিল বেশি। তবে কোনও দলই খুব বেশি গোলের সুযোগ তৈরি করতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধে অনেক বেশি আগ্রাসী দেখায় তাদের। ৫৯ মিনিটে নীচু শটে গোল করেন লেয়নডস্কি। ইলখাই গুন্ডোয়ান অ্যাসিস্ট করেন। ইনজুরি টাইমে দ্বিতীয় গোল ইয়ামালের। তাঁকে পাস দেন হোয়াও ফেলিক্স।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন