barcelona

সেভিয়াকে হারিয়ে আবার লা লিগা জয়ের দৌড়ে ফিরল বার্সেলোনা

সেভিয়াকে ৪-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। এই জয়ের ফলে আবার লা লিগার দৌড়ে ফিরে এসেছে তারা। দুই মাদ্রিদের ঘাড়ের কাছে পৌঁছে গিয়েছে বার্সা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৪৯
Share:

গোলের পর উল্লাস বার্সেলোনার রাফিনহার। ছবি: রয়টার্স।

আগের দিন ড্র হয়েছে মাদ্রিদ ডার্বি। ২ পয়েন্ট করে নষ্ট করেছে রিয়াল ও আতলেতিকো মাদ্রিদ। সেই সুযোগ কাজে লাগিয়েছে বার্সেলোনা। সেভিয়াকে ৪-১ গোলে হারিয়েছে তারা। দুই মাদ্রিদের ঘাড়ের কাছে পৌঁছে গিয়েছে বার্সা।

Advertisement

রবিবার সেভিয়ার বিরুদ্ধে ৭ মিনিটের মাথায় গোল করেন রবার্ট লেয়নডস্কি। এগিয়ে যায় বার্সা। যদিও পরের মিনিটেই ধাক্কা। রুবেন ভার্গাসের গোলে সমতা ফেরায় সেভিয়া। প্রথমার্ধের বাকি সময়ে হাড্ডাহাড্ডি লড়াই হলেও আর গোল আসেনি। ১-১ গোলেই বিরতিতে যায় দু’দল।

বিরতির পর বদলে গেল বার্সার খেলা। আরও বেশি আক্রমণাত্মক ফুটবল শুরু করেন হ্যান্সি ফ্লিকের ছেলেরা। ফলও মেলে। ৪৬ মিনিটের মাথায় ফের্মিন লোপেজ় ও ৫৫ মিনিটের মাথায় রাফিনহা গোল করে বার্সাতে ৩-১ গোলে এগিয়ে দেন। ৮৯ মিনিটে বার্সার চতুর্থ গোল করেন এরিক গার্সিয়া। অবশ্য জয়ের মধ্যেও খারাপ খবর লাল কার্ড দেখে লোপেজ়ের বেরিয়া যাওয়া। আধ ঘণ্টা ১০ জনে খেলে বার্সা। তার পরেও গোল করতে পারেনি সেভিয়া। হেরে মাঠ ছাড়তে হয় তাদের।

Advertisement

এই জয়ের পর ২৩ ম্যাচে ৪৮ পয়েন্ট বার্সার। সম সংখ্যক ম্যাচ খেলে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৫০। তারা শীর্ষে রয়েছে। ২৩ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আতলেতিকো মাদ্রিদ। লিগে এখনও ১৫টি করে ম্যাচ বাকি। সুতরাং এখান থেকে তিন দলের যে কেউ লিগ জিততে পারে। দুই মাদ্রিদের পাশাপাশি সমান সুযোগ রয়েছে বার্সেলোনারও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement