UEFA Champions League

লেয়নডস্কির জোড়া গোল, চ্যাম্পিয়ন্স লিগ বড় জয় বার্সেলোনার, হার আর্সেনাল, প্যারিস সঁ জরমঁ-র

থামানোই যাচ্ছে না বার্সেলোনাকে। বুধবার রাতে রেড স্টার বেলগ্রেডকে হারিয়েছে ৫-২ গোলে। জোড়া গোল রবার্ট লেয়নডস্কির। একই দিনে হেরে গিয়েছে আর্সেনাল এবং প্যারিস সঁ জরমঁ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৪ ১০:২৭
Share:

সতীর্থ জুলস কুন্ডের (বাঁ দিকে) সঙ্গে গোলের উচ্ছ্বাস রবার্ট লেয়নডস্কির। ছবি: সমাজমাধ্যম।

থামানোই যাচ্ছে না বার্সেলোনাকে। ঘরোয়া লিগ হোক বা চ্যাম্পিয়ন্স লিগ, হান্সি ফ্লিকের দল কাউকেই পরোয়া করছে না। বুধবার রাতে রেড স্টার বেলগ্রেডকে হারিয়েছে ৫-২ গোলে। জোড়া গোল রবার্ট লেয়নডস্কির। একই দিনে হেরে গিয়েছে আর্সেনাল এবং প্যারিস সঁ জরমঁ।

Advertisement

বার্সেলোনার অলিম্পিক্স স্টেডিয়ামে দুই অর্ধে দু’টি গোল করেছেন লেয়নডস্কি। ১৩ মিনিটে রাফিনহার ফ্রিকিক থেকে প্রথম গোল ইনিগো মার্তিনেসের। ২৭ মিনিটে সেই গোল শোধ করে দেন বেলগ্রেডের সিলাস। বিরতির আগে প্রথম গোল লেয়নডস্কির। ৫৩ মিনিটে তিনিই ৩-১ এগিয়ে দেন বার্সাকে। এরপর রাফিনহা ও ফার্মিন লোপেস ৫-১ করেন। বেলগ্রেডের মিলসন আরও একটি গোল শোধ করেন।

বার্সেলোনার রাইট ব্যাক জুলস কুন্ডে তিনটি অ্যাসিস্ট করেছেন। জিতে খুশি লেয়নডস্কি। বলেছেন, “আবার আজ আমরা ভাল খেলেছি। গোটা ম্যাচই নিয়ন্ত্রণে ছিল। তাই তিন পয়েন্ট পেয়েছি।”

Advertisement

আর্সেনালের হার

মিলানের সান সিরো স্টেডিয়ামে হেরে গেল আর্সেনাল। বিরতির আগে হাকান কালহানোগ্লুর পেনাল্টি থেকে এগিয়ে যায় ইন্টার। আর্সেনাল আর সমতা ফেরাতে পারেনি। ইন্টারে যোগ দেওয়ার পর ১৯টি পেনাল্টির প্রতিটিতেই গোল করেছেন কালহানোগ্লু। দ্বিতীয়ার্ধে লড়াই করেও ম্যাচে ফিরতে পারেনি আর্সেনাল।

দুই আর্জেন্টিনীয়ের যুগলবন্দি

ঘরের মাঠে আতলেতিকো মাদ্রিদের কাছে ১-২ গোলে হেরেছে পিএসজি। কিলিয়ান এমবাপে চলে যাওয়ার পর থেকে ছন্দে নেই ফ্রান্সের ক্লাব। চ্যাম্পিয়ন্স লিগেও ছন্দ খুঁজে পাচ্ছে না। ওয়ারেন জাইরে-এমেরি এগিয়ে দিয়েছিলেন পিএসজি-কে। নাহুয়েল মোলিনা সমতা ফেরান। আতলেতিকোর হয়ে জয়সূচক গোল অ্যাঙ্খেল কোরিয়ার।

অদ্ভুত পেনাল্টি

চ্যাম্পিয়ন্স লিগে জয়রথ থামল অ্যাস্টন ভিলার। তারা হারল ক্লাব ব্রুজের কাছে। অদ্ভুত ভাবে বিপক্ষকে পেনাল্টি দিয়ে বসে ভিলা। একটি গোল কিকের সময় ভিলার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেস ছোট পাস দিয়েছিলেন বক্সে থাকা টাইরন মিংসকে। মিংস বুঝতে পারেননি তাঁকে পাস দেওয়া হয়েছে। তিনি হাত দিয়ে বল ধরে সেটি আবার মার্তিনেসের কাছে গিয়ে বসিয়ে দেন। বিপক্ষ দল পেনাল্টির আবেদন করলে সাড়া দেন রেফারি। গোল করেন হান্স ভানাকেন। ভিলা কোচ উনাই এমেরি বলেছেন, “আমার কেরিয়ারে এত বড় ভুল কোনও দিন দেখিনি।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement