UEFA Champions League matches

সংযুক্তি সময়ের গোলে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় বায়ার্ন, বিদায় এসি মিলানের

সেল্টিকের মতো দলকে হারাতেও সংযুক্তি সময় পর্যন্ত অপেক্ষা করতে হল বায়ার্ন মিউনিখকে। শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় জায়গা করে নিল তারা। ফেইনুর্ডের কাছে হেরে বিদায় নিতে হয়েছে এসি মিলানকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৪০
Share:

গোলের পর উচ্ছ্বাস বায়ার্নের ডেভিসের। ছবি: রয়টার্স।

সেল্টিকের মতো অপেক্ষাকৃত দুর্বল দলকে হারাতেও সংযুক্তি সময় পর্যন্ত অপেক্ষা করতে হল বায়ার্ন মিউনিখকে। শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় জায়গা করে নিল তারা। তবে ফেইনুর্ডের কাছে হেরে বিদায় নিতে হয়েছে এসি মিলানকে। শেষে ষোলোয় উঠেছে ক্লাব ব্রুজ়‌ এবং বেনফিকাও।

Advertisement

প্রথম পর্বে স্কটল্যান্ডে সেল্টিককে ২-১ গোলে হারিয়েছিল বায়ার্ন। তবে মঙ্গলবার রাতে মিউনিখে নিকোলাস কুয়েনের গোলে পিছিয়ে পড়ে তারা। ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ানোর দিকে এগোচ্ছিল। তবে আলফোন্সো ডেভিসের গোলে তা হয়নি। ম্যাচ ১-১ ফলে শেষ হয়। সব মিলিয়ে ৩-২ জিতে শেষ ষোলোয় জায়গা করে নেয় বায়ার্ন।

চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সফলতম ক্লাব মিলান মঙ্গলবার ১-১ ড্র করেছে ফেইনুর্ডের বিরুদ্ধে। তবে প্রথম পর্বে ০-১ হারায় তারা ছিটকে গিয়েছে। মিলানকে এগিয়ে দিয়েছিলেন সান্তিয়াগো জিমেনেজ, যিনি গত মাসেই ফেইনুর্ড থেকে মিলানে যোগ দিয়েছেন। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় মিলানের থিয়ো হের্নান্দেসকে। ৭৩ মিনিটে ফেইনুর্ডের জুলিয়ান কারাঞ্জা গোল শোধ করেন।

Advertisement

লিসবনে, বেনফিকা এবং মোনাকোর ম্যাচ শেষ হয়েছে ৩-৩ ব্যবধানে। তবে সব মিলিয়ে ৪-৩ জিতে প্রি-কোয়ার্টারে গিয়েছে পর্তুগালের ক্লাব। ইটালির আটালান্টাকে ৩-১ হারিয়ে প্রি-কোয়ার্টারে গিয়েছে ক্লাব ব্রুজ়। তরুণ চেমসডিন তালবি দু’টি গোল করেছেন। সব মিলিয়ে ৫-২ জিতেছে ক্লাব ব্রুজ়‌।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement