Champions League

পিছিয়ে গিয়েও জিতল বায়ার্ন

স্পোর্টিং এগিয়ে গিয়েছিল দ্বিতীয়ার্ধ শুরুর কিছুক্ষণের মধ্যেই। ইভান ফ্রেসনেডার ক্রস বাইরে ঠেলতে গিয়ে নিজেদের গোলেই জালে জড়িয়ে দেন জোশুয়া কিমিচ। ১০ মিনিট পরে বায়ার্ন সমতা ফেরায় সের্গে নাব্রির গোলে (৬৫ মিনিট)।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২৫ ০৭:০৫
Share:

—প্রতীকী চিত্র।

তরুণ লেনার্ট কার্লের টানা তৃতীয় চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে গোলের সাহায্যে মঙ্গলবার স্পোর্টিংয়ের বিরুদ্ধে পিছিয়ে গিয়েও ৩-১ জয় পেল বায়ার্ন মিউনিখ।

১৭ বছর বয়সি কনিষ্ঠতম হিসেবে প্রতিযোগিতায় এই নজির গড়লেন দ্বিতীয়ার্ধের মাঝামাঝি বায়ার্নকে এগিয়ে দিয়ে। তবে প্রথমার্ধেও তিনি একটি গোল করেছিলেন কিন্তু রেফারি অফসাইড ঘোষণা করে তা বাতিল করে দেন।

স্পোর্টিং এগিয়ে গিয়েছিল দ্বিতীয়ার্ধ শুরুর কিছুক্ষণের মধ্যেই। ইভান ফ্রেসনেডার ক্রস বাইরে ঠেলতে গিয়ে নিজেদের গোলেই জালে জড়িয়ে দেন জোশুয়া কিমিচ। ১০ মিনিট পরে বায়ার্ন সমতা ফেরায় সের্গে নাব্রির গোলে (৬৫ মিনিট)। ভিনসেন্ট কোম্পানির দলকে ৬৯ মিনিটে এগিয়ে দেন কার্ল। ৮ মিনিট পরে বায়ার্নের জয় নিশ্চিত করে দেন জোনাথন টা দলের তৃতীয় গোল করে।

এই জয়ে এখন শীর্ষে থাকা আর্সেনালের মতোই বার্য়ানের পয়েন্ট ১৫। তবে এক ম্যাচ বেশি খেলে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন