Messaging App

ধাক্কা খেতে পারে মেসেজিং ব্যবস্থা, সিম সংযুক্তির সিদ্ধান্তে নাকাল হওয়ার আশঙ্কায় গ্রাহক

৪০% অ্যাপ ব্যবহারকারীর দাবি, ভুগতে হবে। কারণ, তাঁরা নির্দিষ্ট সিম ছাড়া ওয়াইফাই দিয়ে একাধিক ফোন বা ট্যাবলেটে তা ব্যবহার করেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২৫ ০৭:৪২
Share:

—প্রতীকী চিত্র।

ওয়টস্যাপ, টেলিগ্রাম, সিগন্যালের মতো নেট নির্ভর মেসেজিং অ্যাপের সঙ্গে সিম কার্ডের সংযুক্তির (সিম বাইন্ডিং) সিদ্ধান্ত চূড়ান্ত হলে বহু গ্রাহক সমস্যায় পড়তে পারেন বলে জানাল উপদেষ্টা লোকাল সার্কলের সমীক্ষা। তাতে অংশ নেওয়া ৪০% অ্যাপ ব্যবহারকারীর দাবি, এর ফলে ভুগতে হবে। কারণ, তাঁরা নির্দিষ্ট সিম ছাড়া ওয়াইফাই দিয়ে একাধিক ফোন বা ট্যাবলেটে তা ব্যবহার করেন। অর্ধেকের মতে, এতে ধাক্কা খেতে পারেমেসেজিং অ্যাপ ব্যবস্থা। তার প্রভাব পড়বে টেলি পরিষেবায়। তবে দুই তৃতীয়াংশ বলেছেন, সিম সংযুক্তি হলে জালিয়াতি, ভুয়ো বার্তা কমতে পারে।

গত মাসে ওই সব অ্যাপকে ৯০ দিনের মধ্যে ‘সিম বাইন্ডিং’ প্রযুক্তি চালুর নির্দেশ দিয়েছে টেলিকম বিভাগ। এতে সেই সিম ছাড়া অন্য সিম বা ওয়াইফাই ব্যবহার করে অ্যাপগুলি চালানো যাবে না। সমীক্ষায় দাবি, কাজ বা অন্য প্রয়োজনে যাঁদের নিয়মিত একাধিক জায়গায় ঘুরতে হয়, তাঁরা সমস্যায় পড়তে পারেন। বিপাকে পড়বেন ৭০% পর্যটকও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন