Labour Party

লেবার নেত্রীর জরিমানা

প্রথম সারির এক ব্রিটিশ দৈনিক জানাচ্ছে, সপ্তাহে ছ’দিন ২৪ ঘণ্টার জন্য বছর বাইশের হিমাংশী গঙ্গলেকে নিজের সন্তানদের দেখোশোনার কাজে রেখেছিলেন হিনা। প্রতি মাসে ওই পড়ুয়াকে নগদ ১২০০ পাউন্ড (ভারতীয় মুদ্রায় প্রায় দেড় লক্ষ টাকা) দিতেন বেতন হিসেবে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২৫ ০৮:১২
Share:

—প্রতীকী চিত্র।

এক ভারতীয় পড়ুয়াকে সন্তানদের ন্যানি হিসেবে নিয়োগ করার অভিযোগে জরিমানা করা হল ব্রিটেনের লেবার পার্টির এক নেত্রীকে। পশ্চিম লন্ডনের এই ঘটনায় স্থানীয় কাউন্সিলর হিনা মীরকে ৪০ হাজার পাউন্ড (ভারতীয় মুদ্রায় প্রায় ৪৮ লক্ষ টাকা) জরিমানা করা হয়েছে।

প্রথম সারির এক ব্রিটিশ দৈনিক জানাচ্ছে, সপ্তাহে ছ’দিন ২৪ ঘণ্টার জন্য বছর বাইশের হিমাংশী গঙ্গলেকে নিজের সন্তানদের দেখোশোনার কাজে রেখেছিলেন হিনা। প্রতি মাসে ওই পড়ুয়াকে নগদ ১২০০ পাউন্ড (ভারতীয় মুদ্রায় প্রায় দেড় লক্ষ টাকা) দিতেন বেতন হিসেবে। তবে ইংল্যান্ডের আইন অনুযায়ী, ওই পড়ুয়ার অধিকারই নেই এখানে কাজ করার। তাঁর ভিসার মেয়াদও শেষ হয়ে গিয়েছিল। হিনা দাবি করেছিলেন, হিমাংশীকে দিয়ে কোনও কাজ করাননি তিনি। বরং হিমাংশীকে ‘রিয়া’ নামে সম্বোধন করে তিনি দাবি করেন যে, ওই তরুণী তাঁদের বাড়িতে প্রায়ই ঘুরতে আসতেন, খেলতেন তাঁর শিশুদের সঙ্গে। ওই ভারতীয় ছাত্রীর অবশ্য অভিযোগ, তাঁর ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও তাঁকে আটকে রেখেছিলেন হিনা। মাঝেমধ্যে তাঁকে মারধরও করা হত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন