News Of The Day

দিল্লি থেকে আগত ৫ পর্যবেক্ষকের সঙ্গে বৈঠক সিইওর। ভারত-আমেরিকা বাণিজ্য আলোচনা। আর কী কী নজরে

রাজ্যে পাঁচ ডিভিশনাল পর্যবেক্ষক নিয়োগ করেছে নির্বাচন কমিশন। আজ তাঁরা দিল্লি থেকে কলকাতায় পৌঁছবেন। কলকাতায় ওই পাঁচ পর্যবেক্ষকের সঙ্গে বৈঠকে বসছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২৫ ০৭:৫৭
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

বিশেষ নিবিড় সংশোধনের কাজে রাজ্যে পাঁচ ডিভিশনাল পর্যবেক্ষক নিয়োগ করেছে নির্বাচন কমিশন। প্রেসিডেন্সি, বর্ধমান, মেদিনীপুর, মালদহ এবং জলপাইগুড়ি ডিভিশনে তাঁদের নিয়োগ করা হয়েছে। আজ তাঁরা দিল্লি থেকে কলকাতায় পৌঁছবেন। কলকাতায় ওই পাঁচ পর্যবেক্ষকের সঙ্গে বৈঠকে বসছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। ওই বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল, বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তও। দুপুর দেড়টা নাগাদ সিইও অফিসে ওই বৈঠক হওয়ার কথা। কমিশন সূত্রে খবর, পাঁচ পর্যবেক্ষক কী ভাবে কাজ করবেন তা নিয়েই ওই বৈঠক।

দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে ফের এক বার আলোচনায় বসছে ভারত এবং আমেরিকা। আজ থেকে দিল্লিতে এই বৈঠক শুরু হচ্ছে দু’দেশের বাণিজ্য প্রতিনিধিদলের মধ্যে। চলবে তিন‌ দিন ধরে। বর্তমানে ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক চাপিয়ে রেখেছে আমেরিকা। সম্প্রতি ভারত থেকে আমদানি করা চালের উপরে শুল্কের হার আরও বৃদ্ধি করার কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ অবস্থায় দু’দেশের বাণিজ্য আলোচনায় কী কী বিষয় উঠে আসে, সে‌‌ দিকে নজর থাকবে আজ।

Advertisement

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের এক দিনের সিরিজ় শুরু হয়ে গিয়েছে। প্রথম ম্যাচে জিতে সিরিজ়ে এগিয়ে গিয়েছে সূর্যকুমার যাদবের দল। দ্বিতীয় ম্যাচ কাল, বৃহস্পতিবার। ভারত এবং দক্ষিণ আফ্রিকা দলের সব খবর।

রাজ্যে আপাতত শীতের আমেজে ভাটা পড়ার সম্ভাবনা নেই। তবে আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিনে রাজ্যে নতুন করে পারদপতনেরও পূর্বাভাস নেই। কোথাও সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ হেরফের হবে না। রাজ্যে কোথাও বৃষ্টিরও সম্ভাবনা নেই। তবে সপ্তাহ শেষে পারদপতন হতে পারে। আগামী কয়েক দিন উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় চলতে পারে কুয়াশার দাপট। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভোরের দিকে কুয়াশা থাকবে। কোথাও কোথাও দৃশ্যমানতা ৯৯৯ থেকে ২০০ মিটারে নেমে যেতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement