Santosh Trophy

জয়ের হ্যাটট্রিকে সন্তোষ ট্রফির শেষ আটে বাংলা, রাজস্থানকে হারিয়ে বাজিমাত সঞ্জয় সেনের ছেলেদের

প্রথম ম্যাচে নাগাল্যান্ড ও দ্বিতীয় ম্যাচে উত্তরাখণ্ডকে হারিয়েছিল বাংলা। রবিবার তৃতীয় ম্যাচে রাজস্থানকে হারিয়ে সন্তোষ ট্রফির কোয়ার্টার ফাইনালে গেল বাংলা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২৬ ১৭:২৭
Share:

গোলের পর উল্লাস বাংলার ফুটবলারদের। ছবি: এক্স।

সন্তোষ ট্রফিতে বাংলার জয়রথ অব্যাহত। পর পর তিন ম্যাচ জিতে ৯ পয়েন্ট নিয়ে সন্তোষ ট্রফিরে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল তারা। প্রথম ম্যাচে নাগাল্যান্ড ও দ্বিতীয় ম্যাচে উত্তরাখণ্ডকে হারিয়েছিল বাংলা। রবিবার তৃতীয় ম্যাচে শেষ মুহূর্তের গোলে রাজস্থানকে ১-০ হারালেন সঞ্জয় সেনের ছেলেরা।

Advertisement

প্রথম ম্যাচে নাগাল্যান্ডকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলা। দ্বিতীয় ম্যাচে উত্তরাখণ্ডের বিরুদ্ধে অবশ্য লড়াই করে তিন পয়েন্ট পেতে হয়েছিল রবি হাঁসদাদের। ১-০ গোলে জিতেছিল বাংলা। রবিবার রাজস্থানের বিরুদ্ধে প্রতি-আক্রমণে খেলার নীতি নিয়েছিলেন রবি, করণ রাইয়েরা। এই ম্যাচে প্রথম এগারোয় ছিলেন না বাংলার স্ট্রাইকার উত্তম হাঁসদা।

গত বারের সন্তোষ ট্রফিতেও গ্রুপ পর্বে রাজস্থানের বিরুদ্ধে খেলেছিল বাংলা। সেই কারণেই কোচ সঞ্জয় জানতেন, রাজস্থানের বিরুদ্ধে কী পরিকল্পনায় খেলতে হবে। তবে বাংলার সঙ্গে পাল্লা দিয়েছে রাজস্থান। বেশ কয়েক বার গোলের সুযোগ তৈরি করেছিল রাজস্থান। কিন্তু বাংলার গোলরক্ষক সোমনাথ দত্ত সজাগ ছিলেন। তাঁকে পরাস্ত করতে পারেনি রাজস্থান। প্রথমার্ধ ছিল গোলশূন্য।

Advertisement

শুরু থেকে নরহরি শ্রেষ্ঠ, সায়ন বন্দ্যোপাধ্যায়কেও প্রথম একাদশে রাখেননি সঞ্জয়। দ্বিতীয়ার্ধে পরিবর্ত হিসাবে সায়নকে নামান সঞ্জয়। তাঁর সেই সিদ্ধান্তই তফাত গড়ে দেয়। ৮৯ মিনিটের মাথায় সায়নের গোলেই ৩ পয়েন্ট নিশ্চিত করে বাংলা। গ্রুপের তিন ম্যাচে ৬ গোল করেছে বাংলা। কিন্তু একটি গোলও খায়নি তারা। নক আউটের আগে দলের রক্ষণ ভরসা জোগাচ্ছে সঞ্জয়কে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement