ISL 2024-25

আইএসএলের সুপার সিক্সে সুনীলের বেঙ্গালুরু, দৌড় থেকে ছিটকে গেল চেন্নাইয়িন

আইএসএলের সুপার সিক্সে যাওয়ার জন্য বেঙ্গালুরুর বিরুদ্ধে জিততেই হত চেন্নাইয়িনকে। কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচে তারা হেরে গেল সুনীলদের কাছে। জিতে সুপার সিক্সে জায়গা করে নিল বেঙ্গালুরু।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৫৯
Share:

সুনীল ছেত্রী। —ফাইল চিত্র।

ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) সুপার সিক্সে জায়গা পাকা করে নিলেন সুনীল ছেত্রীরা। মঙ্গলবার চেন্নাইয়িন এফসিকে ১-০ গোলে হারাল বেঙ্গালুরু এফসি। এ দিনের হারের ফলে সুপার সিক্সে ওঠার আশা শেষ হয়ে গেল চেন্নাইয়িনের।

Advertisement

হাড্ডাহাড্ডি ম্যাচে গুরুত্বপূর্ণ জয় তুলে নিল বেঙ্গালুরু। আক্রমণ-প্রতি আক্রমণের ম্যাচে দু’দলই গোলের একাধিক সুযোগ নষ্ট করে। তার মধ্যেই ৩৭ মিনিটে রাহুল ভেকের গোলে এগিয়ে যান সুনীলেরা। বাকি সময় চেষ্টা করেও সমতা ফেরাতে পারেননি চেন্নাইয়িনের ফুটবলারেরা। রাহুলের এক মাত্র গোলের সুবাদে এ বারের আইএসএলে ১১ নম্বর জয় তলে নিল বেঙ্গালুরু। এই জয় তাদের জায়গা পাকা করে দিল সুপার সিক্সে।

মঙ্গলবারের ম্যাচের পর বেঙ্গালুরুর পয়েন্ট হল ২২ ম্যাচে ৩৭। পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন সুনীলেরা। ২২ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে শীর্ষে মোহনবাগান। ২১ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে গোয়া এফসি। বেঙ্গালুরুর মতোই ৩৭ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে চতুর্থ স্থানে জামশেদপুর এফসি। যদিও তারা ২১টি ম্যাচ খেলেছে। তালিকায় পঞ্চম স্থানে থাকা নর্থ ইস্ট ইউনাইটেডের ২২ ম্যাচে ৩২ পয়েন্ট। ছ’নম্বরে থাকা মুম্বই সিটি এফসির ২১ ম্যাচে সংগ্রহ ৩২ পয়েন্ট।

Advertisement

সপ্তম স্থানে রয়েছে ওড়িশা এফসি। তাদের ২২ ম্যাচে ২৯ পয়েন্ট। অষ্টম এবং নবম স্থানে রয়েছে যথাক্রমে ইস্টবেঙ্গল এবং কেরল ব্লাস্টার্স। দু’দলই ২১টি করে ম্যাচ খেলে ২৪ পয়েন্ট পেয়েছে। তালিকায় নবম স্থানে চেন্নাইয়িন। ২২ ম্যাচের পর তাদের ঝুলিতে ২৪ পয়েন্ট। ফলে এই দলগুলির কারও পক্ষেই বাকি সব ম্যাচ জিতেও ৩৭ পয়েন্ট পাওয়া সম্ভব নয়। তাই মোহনবাগান, গোয়া, জামশেদপুরের পর চতুর্থ দল হিসাবে সুপার সিক্সে জায়গা পাকা করে নিল বেঙ্গালুরু। অন্য দিকে বাকি দু’টি ম্যাচ জিতলেও ৩০ পয়েন্টের বেশি পাবে না চেন্নাইয়িন। ফলে প্রথম ছয় দলের মধ্যে শেষ করার আর সুযোগ নেই তাদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement