carlo ancelotti on neymar

পরের বছর বিশ্বকাপে খেলার কি কোনও সম্ভাবনা আছে নেমারের? উত্তর দিলেন ব্রাজিলের নতুন কোচ আনচেলোত্তি

বিশ্বকাপে নেমারকে ব্রাজিল পাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। নেমারের খেলার সম্ভাবনা রয়েছে কি না তা নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন কোচ। কী বলেছেন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ জুন ২০২৫ ১৯:৩৯
Share:

ব্রাজিলের জার্সিতে নেমার। — ফাইল চিত্র।

বিশ্বকাপের টিকিট পেয়ে গিয়েছে পাঁচ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল। পরের বছর আমেরিকায় তারা নেমারকে পাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। সম্প্রতি যে দু’টি যোগ্যতা অর্জনকারী ম্যাচ হয়েছে সেখানে নেমারকে দলে নেননি নতুন কোচ কার্লো আনচেলোত্তি। বিশ্বকাপে নেমারের খেলার সম্ভাবনা রয়েছে কি না তা নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন তিনি।

Advertisement

আনচেলোত্তি জানিয়েছেন, নেমার দলের গুরুত্বপূর্ণ ফুটবলার। দ্রুত তিনি জাতীয় দলে ফিরবেন, এমনটাই আশা তাঁর। আনচেলোত্তি বলেছেন, “বিশ্বকাপে আমাদের দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হতে চলেছে নেমার। ওকে ভাল করে প্রস্তুতি নিতে হবে। সেই সময়ও ওর হাতে রয়েছে। ভাল করে প্রস্তুতি নেওয়ার ব্যাপারে আমার সঙ্গে নেমারের কথাও হয়েছে। আমরা বিশ্বাস করি নেমার বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।”

এক সময় বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার এখন ইউরোপীয় ফুটবল থেকে অনেকটাই দূরে। সম্প্রতি ব্রাজিলের ক্লাব স্যান্টোসের সঙ্গে নতুন চুক্তি করেছেন, যেখানে তিনি ২০২৫-এর শেষ পর্যন্ত খেলবেন। ২০২৩-এর অক্টোবরের পর থেকে ব্রাজিলের হয়ে খেলেননি তিনি। উরুগুয়ের বিরুদ্ধে ম্যাচে গুরুতর চোট পান। সৌদির ক্লাব আল হিলালের সঙ্গে চুক্তিও ছিন্ন হয়।

Advertisement

সেপ্টেম্বরে চিলি এবং বলিভিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের কোয়ালিফায়ার ম্যাচ রয়েছে ব্রাজিলের। সব ঠিক থাকলে সেই ম্যাচগুলিতে খেলতে পারেন নেমার। ১২৮ ম্যাচে ৭৯ গোল করে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement