নেমার। —ফাইল চিত্র।
করোনা আক্রান্ত হয়েছেন নেমার। ব্রাজিলের ফুটবলারের আক্রান্ত হওয়ার খবর প্রথম দিয়েছেন ফুটবল সাংবাদিক ফাব্রিজিয়ো রোমানো। পরে স্যান্টোসও একটি বিবৃতিতে সে কথা নিশ্চিত করেছে। আপাতত নিভৃতবাসে রয়েছেন নেমার।
ইনস্টাগ্রামে নেমারের আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন রোমানো। তিনি লেখেন, “নেমার কোভিড আক্রান্ত হয়েছেন। স্যান্টোস তাদের বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার তাঁর শরীরে উপসর্গ দেখা যায়। ফলে অনুশীলন করেননি তিনি। সোমবার আবার পরীক্ষা করে দেখা হবে।”
গত কয়েক বছর বার বার চোট ভুগিয়েছে নেমারকে। সৌদির ক্লাব আল হিলালে গত মরসুমে সব মিলিয়ে কয়েক ঘণ্টা খেলেছিলেন তিনি। ফলে তাঁকে এ বার আর ক্লাব ধরে রাখেনি। কঠিন সময়ে ছোটবেলার ক্লাব স্যান্টোসে ফিরে গিয়েছেন নেমার। এই ক্লাবে খেলেই পরিচিতি পেয়েছিলেন তিনি।
স্যান্টোসে শুরুটা ভালই করেছিলেন নেমার। ১২ ম্যাচে তিনটে গোল ও তিনটে অ্যাসিস্ট রয়েছে তাঁর। পরের বছর ফুটবল বিশ্বকাপ। তার আগে ছন্দে ফেরার চেষ্টা করছিলেন নেমার। কিন্তু তার মাঝে আবার ধাক্কা খেলেন তিনি।
কেরিয়ারে মোট ৭১৭ ম্যাচ খেলেছেন নেমার। করেছেন ৪৩৯ গোল। পাশাপাশি ২৭৯ অ্যাসিস্ট রয়েছে তাঁর। অর্থাৎ, সব মিলিয়ে ৭১৭ ম্যাচে ৭১৮ গোলে নেমারের অবদান রয়েছে। ব্রাজিলের হয়েও সবচেয়ে বেশি গোল (৭৯) করেছেন নেমার। ২০২৩ সালের সেপ্টেম্বরে পেলেকে (৭৭) ছাপিয়ে গিয়েছেন তিনি।