Champions League

বায়ার্নের হার, ফিরেই গোল এমবাপের

অন‌্য ম‌্যাচে গোড়ালিতে চোট সারিয়ে প্রত‌্যাবর্তনে ঝলমলে কিলিয়ান এমবাপে। তাঁর দল প‌্যারিস সঁ জরমঁ ২-০ গোলে হারিয়েছে রিয়াল সোশিদাদকে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৪ ০৬:৫৬
Share:

পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন সিরো ইম্মোবিলে। ছবি: রয়টার্স।

চলতি মরসুমের চ‌্যাম্পিয়ন্স লিগে প্রথম হার বায়ার্ন মিউনিখের। বুধবার ইতালির ক্লাব লাজ়িয়োর বিরুদ্ধে ০-১ হারলেন হ্যারি কেনরা। ৬৭ মিনিটে দায়ো উপামিক‌্যানোকে ফাউল করায় লাল কার্ড দেখেন বায়ার্নের গুস্তাভ আইস‌্যাকসেন। পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন সিরো ইম্মোবিলে। সারা ম‌্যাচে হ‌্যারি কেনরা মোট এগারোটি শট নিলেও একটিও গোলমুখী ছিল না। গত শনিবার বুন্দেশলিগায় বায়ার লেভারকুসেনের বিরুদ্ধে হারের পরে চ‌্যাম্পিয়ন্স লিগের ব্য়র্থতা নিঃসন্দেহে চাপ বাড়াবে ম‌্যানেজার তুহেলের উপরে।

অন‌্য ম‌্যাচে গোড়ালিতে চোট সারিয়ে প্রত‌্যাবর্তনে ঝলমলে কিলিয়ান এমবাপে। তাঁর দল প‌্যারিস সঁ জরমঁ ২-০ গোলে হারিয়েছে রিয়াল সোশিদাদকে। দু’টি গোলই হয় দ্বিতীয়ার্ধে। এমবাপের পাশাপাশি গোল করেছেন ব্র‌্যাডলি বার্সোলা। ম‌্যানেজার লুইস এনরিকে বলেছেন, “যদি হাফ টাইমে আমাকে বলা হত, আমরা ২-০ জিতব, তবে আমি দু’ঘন্টা ধরে নাচতাম। কিন্তু দ্বিতীয়ার্ধে আমরা প্রয়োজনের চাইতেও ভাল খেলেছি।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন