Chelsea FC

দুর্বল দলের কাছেও হার চেলসির, লিগ কাপে ছিটকে যাওয়ার মুখে ‘দ্য ব্লুজ়’

ইপিএল হোক বা লিগ কাপ, চেলসির খারাপ দশা অব্যাহত। মঙ্গলবার রাতে লিগ কাপের সেমিফাইনালে তারা দুর্বল মিডলসব্রোর কাছে হেরে গেল।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৪ ১৬:১২
Share:

হতাশ চেলসির ফুটবলার কোল পামার। ছবি: রয়টার্স।

ইপিএল হোক বা লিগ কাপ, চেলসির খারাপ দশা অব্যাহত। মঙ্গলবার রাতে লিগ কাপের সেমিফাইনালে তারা দুর্বল মিডলসব্রোর কাছে হেরে গেল। অ্যাওয়ে ম্যাচে ০-১ গোলে হেরেছে চেলসি। ম্যাচের একমাত্র গোলটি করেন হেডেন হ্যাকনি। ৩৭ মিনিটে গোল করেন তিনি।

Advertisement

গোটা ম্যাচে দাপটের সঙ্গে বল নিয়ন্ত্রণ এবং প্রচুর সুযোগ পাওয়া সত্ত্বেও গোল করতে পারেনি চেলসি। খারাপ ফিনিশিং ডুবিয়েছে তাদের। পাশাপাশি মিডলসব্রোর ডিফেন্ডারেরা চেলসিকে গোল করার জায়গা দেননি। কিছু দিন আগে চেলসির হয়ে দারুণ খেলে নায়ক হয়েছিলেন কোল পামার। মঙ্গলবার রাতে তিনিই বেশ কয়েকটি সুবর্ণ সুযোগ নষ্ট করেন। সেগুলি গোল হলে অনায়াসে জেতার কথা চেলসির।

মিডলসব্রোর জয় আরও বেশি তাৎপর্যপূর্ণ কারণ, ম্যাচের শুরুর দিকে তারা বাধ্য হয় দু’টি পরিবর্তন করতে। চোটের কারণে ২০ মিনিটের মধ্যে মাঠ ছাড়েন এমানুয়েল লাটে এবং অ্যালেক্স বাঙ্গুরা। তা সত্ত্বেও তাদের লড়াইয়ে কোনও খামতি দেখা যায়নি।

Advertisement

মৌরিসিয়ো পোচেত্তিনোর অধীনে চেলসির অবস্থা এখন এ রকমই। ধারাবাহিকতা নেই। উল্টে একের পর এক ম্যাচের গোল নষ্টের প্রবণতা যে কোনও কোচের কাছেই উদ্বেগপ্রবণ। লিগ কাপে নীচের সারিতে থাকা দলগুলির বিরুদ্ধে টানা ১৫টি ম্যাচ জিতেছিল চেলসি। এই হারে সেই জয়রথ থামল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement