Jose Molina on Mohun Bagan

দলে একাধিক বদলের জন্যই কি জেতা ম্যাচে পয়েন্ট হারাল বাগান, জবাব কোচ মোলিনার

মুম্বই সিটির বিরুদ্ধে ২-০ এগিয়ে থাকার পরও ম্যাচ ড্র করতে হয়েছে মোহনবাগানকে। শিল্ডজয়ী দলে বদল করার খেসারত কি দিতে হল বাগানকে? জবাব দিলেন কোচ হোসে মোলিনা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০১ মার্চ ২০২৫ ২২:০৪
Share:

হোসে মোলিনা। —ফাইল চিত্র।

মুম্বইয়ের ঘরের মাঠে প্রথম বার জেতার সুযোগ ছিল মোহনবাগানের। ২-০ গোলে এগিয়েছিল তারা। কিন্তু তার পরও ম্যাচ ড্র করতে হয়েছে মোহনবাগানকে। গত সপ্তাহেই টানা দ্বিতীয় বার আইএসএল লিগ-শিল্ড জিতেছে সবুজ-মেরুন। সেই শিল্ডজয়ী দলে একাধিক বদল করার খেসারত কি দিতে হল বাগানকে? জবাব দিলেন কোচ হোসে মোলিনা।

Advertisement

মুম্বইয়ের বিরুদ্ধে প্রথম একাদশে কয়েকটি বদল করেছিল মোহনবাগান। সৌরভ ভানওয়াল, অভিষেক সূর্যবংশীদের খেলানো হয়েছিল। ম্যাচ শেষে বাগান কোচকে প্রশ্ন করা হয়, দলে বদল করার কারণেই কি পয়েন্ট হারাতে হয়েছে? জবাবে মোলিনা বলেন, “হতে পারে দল বদল করায় হারতে হল। আবার সেটা না-ও হতে পারে।” অর্থাৎ, দল বদলানোর জন্যই যে দল পয়েন্ট নষ্ট করেছে তা স্পষ্ট ভাবে বলছেন না মোলিনা। তিনি আরও বলেন, “আমি এই ম্যাচেও নিজের সেরা একাদশ নামানোর চেষ্টা করেছি। আমাদের মাথায় রাখতে হবে যে এর পরে গোয়া ম্যাচ আছে। আমি চাইনি সেমিফাইনালে কার্ড সমস্যায় কোনও ফুটবলার বাদ যাক। সেটা মাথায় ছিল। রাইট ব্যাকে সৌরভকে খেলিয়েছি। ওদেরও দেখে নিতে চেয়েছিলাম। অনুশীলনে কিছু বোঝা যায় না। ম্যাচে কোনও ফুটবলারকে দেখে বোঝা যায়। কারণ, নকআউটে যে কাউকে প্রয়োজন পড়তে পারে। সৌরভের খেলায় আমি খুশি।” কোচের কথায় স্পষ্ট, দলে বদলের নেপথ্যে সুস্পষ্ট কারণ ছিল। নিজের পরিকল্পনা অনুযায়ীই খেলিয়েছেন তিনি।

মোলিনা স্বীকার করে নিয়েছেন, ম্যাচ জেতা উচিত ছিল তাঁদের। সুযোগ নষ্টের খেসারত দিতে হয়েছে। পাশাপাশি এই ম্যাচে মোহনবাগান নিজেদের পরিচিত ছন্দে খেলতে পারেনি বলেও স্বীকার করে নিয়েছেন কোচ। মোলিনা বলেন, “প্রথম ৪৫ মিনিট খুব ভাল ফুটবল খেলেছি। পরের ৪৫ মিনিটও খারাপ খেলিনি। ওরা ১০ জনে হয়ে গিয়েছিল। কিন্তু আমরা মোহনবাগানের মতো খেলতে পারিনি। সুযোগ তৈরি করেছি। কিন্তু গোল করতে পারিনি। এই ম্যাচে আমরা অন্য রকম খেলার চেষ্টা করেছি। এত দিন এক রকম খেলছিলাম। সেই খেলা আমাদের লিগ-শিল্ড জিতিয়েছে। এই ম্যাচে সেটা হয়নি।” সেট পিস থেকে গোল খাওয়ায় হতাশ মোলিনা। এই ভুল থেকে শিক্ষা নিতে চান তিনি। বাগান কোচ বলেন, “সত্যি বলতে, আমাদের উপর চাপ ছিল না। ওরা গোল করার অনেক সুযোগ পেয়েছে তা-ও নয়। কিন্তু ওরা সেট পিস থেকে গোল করেছে। সেট পিসে আমরা অনেক গোল করেছি। কিন্তু সেই সেট পিস থেকেই এ বার গোল খেতে হয়েছে। আমাদের আরও সতর্ক থাকতে হবে।”

Advertisement

লিগ-শিল্ড জেতায় দলের মধ্যে কি আত্মতুষ্টি এসেছে? তেমনটা মনে করেন না কোচ। তিনি স্পষ্ট জানিয়েছেন, “প্রথমার্ধে আমরা সব কিছু করেছি। ভাল আক্রমণ করেছি। গোল করেছি। রক্ষণও ভাল খেলেছে। এক বারও দেখে মনে হয়নি ফুটবলারেরা আত্মতুষ্টিতে ভুগেছে। এক জন বেশি ফুটবলার নিয়ে আমাদের ভাল খেলা উচিত ছিল। অনেক মিস পাস করেছি। এটা আমাদের খেলার ধরন না। পরের ম্যাচে ভুল শুধরে নামার চেষ্টা করব।” পয়েন্ট নষ্ট করলেও দলের খেলায় যে তিনি অখুশি তেমনটা জানাননি মোলিনা। পরের ম্যাচে গোয়াকে হারিয়ে নক আউটে যাওয়ার লক্ষ্য তাঁর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement