Cristiano Ronaldo

বিশ্বের প্রথম ফুটবলার হিসাবে নজির গড়েও কাঁদলেন রোনাল্ডো, ট্রফি দিতে পারলেন না আল নাসেরকে

বিশ্বের প্রথম ফুটবলার হিসাবে নজির গড়লেন। তবু খুশি হতে পারলেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ম্যাচের পর কাঁদতে দেখা গেল তাঁকে। আল নাসেরের হয়ে আরও একটা ফাইনালে হারতে হল রোনাল্ডোকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ অগস্ট ২০২৫ ২৩:০১
Share:

এ বারও ট্রফি হাতে তুলতে পারলেন না রোনাল্ডো। ছবি: সমাজমাধ্যম।

বিশ্বের প্রথম ফুটবলার হিসাবে নজির গড়লেন। তবু খুশি হতে পারলেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ম্যাচের পর কাঁদতে দেখা গেল তাঁকে। আল নাসেরের হয়ে আরও একটা ফাইনালে হারতে হল রোনাল্ডোকে। এখনও ক্লাবকে ট্রফি দিতে পারলেন না পর্তুগিজ় তারকা।

Advertisement

শনিবার হংকং স্টেডিয়ামে সৌদি সুপার কাপের ফাইনালে আল আহলির মুখোমুখি হয়েছিল আল নাসের। সেই ম্যাচ নির্ধারিত সময়ে ২-২ থাকার পর পেনাল্টি শুটআউটে হেরেছে তারা। রোনাল্ডো টাইব্রেকারের সময় হাত দু’পাশে নিয়ে প্রার্থনাও করছিলেন। শেষ পর্যন্ত হতাশ হয়েই মাঠ ছাড়তে হয়। এই নিয়ে আল নাসেরের হয়ে তিনটে ফাইনালে হারলেন তিনি।

রোনাল্ডো অবশ্য প্রথমার্ধেই নজির গড়েন। আল নাসেরের হয়ে এ দিনই শততম গোল হয়ে গেল তাঁর। বিশ্বের প্রথম ফুটবলার হিসাবে চারটে ক্লাবের হয়ে ১০০টা গোল করার নজির গড়েছেন তিনি। রিয়াল মাদ্রিদের হয়ে ৪৫০, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে ১৪৫ এবং জুভেন্টাসের হয়ে ১০১টা গোল রয়েছে রোনাল্ডোর। পাশাপাশি দেশের হয়ে ১৩৮টা গোল রয়েছে। রোনাল্ডো টপকে গিয়েছেন ইসিদ্রো লাঙ্গারা, রোমারিয়ো এবং নেমারকে। এই তিন জনেরই তিনটে ক্লাবের হয়ে ১০০টা গোলের নজির রয়েছে।

Advertisement

আল নাসের এ দিন শুরু থেকেই দাপটের সঙ্গে খেলতে থাকে। রোনাল্ডোর হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। প্রথমার্ধেই পেনাল্টি পায় আল নাসের। বক্সে হাতে বল লেগেছিল আল আহলির আলি মাজরাশির। পেনাল্টি থেকে রোনাল্ডো গোল করেন। কিছু ক্ষণ পরেই আল আহলির ফ্রাঙ্ক কেসি সমতা ফেরান।

দ্বিতীয়ার্ধে সেই কেসির ভুল থেকেই আল নাসেরকে এগিয়ে দেন মার্সেলো ব্রোজোভিচ। রজার ইবানেজের গোলে সমতা ফেরায় আল আহলি। টাইব্রেকারেও রোনাল্ডো গোল করেন। তবে সতীর্থদের সুযোগ নষ্টের কারণে দল জিততে পারেনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement