আল নাসেরের জার্সিতে রোনাল্ডো। —ছবি : সংগৃহীত
সৌদি আরবের পেশাদার ফুটবল লিগের ক্লাব আল নাসের-এর হয়ে শেষ ম্যাচে খেলে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো? প্রশ্ন উঠছে কারণ সমাজমাধ্যমে সোমবার খেলার পরে পর্তুগিজ তারকা লিখলেন, ‘‘এই অধ্যায় শেষ।…সবার কাছে কৃতজ্ঞ।’’
রোনাল্ডো ২০২২ সালে ফুটবল দুনিয়াকে বিস্মিত করে ইউরোপ থেকে চলে আসেন সৌদি পেশাদার লিগে আল নাসের-এ খেলতে। তিনি খেলা শুরু করার পরে এই লিগের জনপ্রিয়তাও বাড়তে থাকে। পরে নেমার দা সিলভা স্যান্টোস জুনিয়র, করিম বেঞ্জেমা, সাদিয়ো মানেরাও সেখানকার পেশাদার লিগে যোগ দেন। একটি মহল মনে করছে, রোনাল্ডোর পাখির চোখ এখন ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ। তাই ইউরোপের কোনও দলে ফিরতে চান আরও কঠিন প্রতিযোগিতার মধ্যে নিজের প্রস্তুতি চালাতে। সেই জন্যই নাকি তিনি আল নাসের ছাড়তে চলেছেন!এমনিতে সোমবার রোনাল্ডোরা কিন্তু ২-৩ হেরে যান আল ফতে ক্লাবের কাছে। রোনাল্ডো যে আল নাসের ছাড়তে পারেন তা নিয়ে বেশ কিছু দিন ধরেই জল্পনা চলছে। কয়েক দিন আগে বিষয়টি নিয়ে ইঙ্গিত দেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোও।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে