Cristiano Ronaldo

আরও দু’বছর মাঠে দেখা যাবে রোনাল্ডোকে, ২০২৬ বিশ্বকাপ খেলার সম্ভাবনা বাড়ছে সিআর৭-এর

আরও দু’বছর ফুটবল খেলবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। যার অর্থ আগামী বছর বিশ্বকাপেও তাঁকে দেখতে পাওয়ার সুযোগ থাকছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ জুন ২০২৫ ১৯:২৪
Share:

আরও একটি বিশ্বকাপে খেলতে পারেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। —ফাইল চিত্র।

নিশ্চিন্ত হতে পারেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভক্তেরা। আরও দু’বছর ফুটবল খেলবেন তিনি। যার অর্থ আগামী বছর বিশ্বকাপেও তাঁকে দেখতে পাওয়ার সুযোগ থাকছে।

Advertisement

সৌদি আরবের ক্লাব আল নাসেরের সঙ্গে আরও দু’বছর, অর্থাৎ ২০২৭ সাল পর্যন্ত চুক্তি বাড়িয়েছেন রোনাল্ডো। এত দিন এটা জল্পনার স্তরে ছিল। চলতি বছর জুনের শেষে রোনাল্ডোর পুরনো চুক্তি শেষ হওয়ার কথা। বৃহস্পতিবার আরও দু’বছরের চুক্তিতে সই করেছেন তিনি। অর্থাৎ, ৪২ বছর বয়স পর্যন্ত খেলতে দেখা যাবে তাঁকে।

পর্তুগিজ তারকার ফুটবল ভবিষ্যৎ নিয়ে গত কয়েক মাস ধরেই নানা জল্পনা চলছিল। কিছু দিন আগেই রোনাল্ডো বুঝিয়ে দিয়েছিলেন, তিনি আল নাসেরেই থাকতে চান। সৌদি ফুটবল প্রফেশনালস অ্যাসোসিয়েশনকে দেওয়া সাক্ষাৎকারে রোনাল্ডো বলেছিলেন, ‘‘আমি এখানে খুশি, আমি এখানেই থাকতে চাই, এবং আমি এখানেই থাকব। আমার বিশ্বাস, আগামী পাঁচ বছর যদি নিজেদের পরিকল্পনা অনুযায়ী চলতে পারে, তা হলে সৌদি লিগ বিশ্বের পাঁচটি শক্তিশালী লিগের মধ্যে একটা হয়ে উঠবে। কখনও কখনও সেরাটা অর্জনের জন্য ধৈর্য, ​​ধারাবাহিকতা এবং অধ্যবসায়ের প্রয়োজন হয়। গত ৫-৬ মাসে আমাদের দল অনেক উন্নতি করেছে। একই কথা সৌদি লিগের ক্ষেত্রেও বলতে হবে। যেখানে সব দলই উন্নতি করেছে।’’

Advertisement

কয়েক দিন আগে পর্তুগাল নেশন্স লিগ জিতেছে। দ্বিতীয় বার এই ট্রফি জিতেছেন রোনাল্ডো। সেই প্রতিযোগিতায় সেমিফাইনাল ও ফাইনালে গুরুত্বপূর্ণ গোল করেছিলেন তিনি। রবার্তো মার্তিনেস পর্তুগালের কোচের দায়িত্ব নেওয়ার পর স্পষ্ট করে দিয়েছেন যে রোনাল্ডোকে তিনি দলে চান। পর্তুগালের এই দলে প্রচুর ভাল ফুটবলার রয়েছেন। তাঁদের পাশে নিয়ে আগামী বছর আরও একটা বিশ্বকাপে নামার স্বপ্ন দেখছেন তিনি। সেই কারণেই খেলার মধ্যে থাকতে চাইছেন সিআর৭। সেই পথেই এগোচ্ছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement