ICC rules

গম্ভীরের আবেদনে সিলমোহর আইসিসি-র! ক্রিকেটের নিয়মে পাঁচ বদল, শুরু হবে ভারত-ইংল্যান্ড টেস্ট থেকেই

ক্রিকেটে নিয়ম বদলের আবেদন করেছিলেন গৌতম গম্ভীর। সেই আবেদনে অবশেষে সিলমোহর দিয়েছে আইসিসি। পাঁচটা নিয়ম বদলানো হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ জুন ২০২৫ ১৯:৫৭
Share:

মানা হল গৌতম গম্ভীরের আবেদন। —ফাইল চিত্র।

রবিচন্দ্রন অশ্বিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্রিকেটের একটা নিয়ম বদলের কথা বলছিলেন গৌতম গম্ভীর। সেই আবেদনে অবশেষে সিলমোহর দিয়েছে আইসিসি। সাদা ও লাল বলের ক্রিকেটে মোট পাঁচটা নিয়ম বদলানো হয়েছে।

Advertisement

গম্ভীর জানিয়েছিলেন, এক দিনের ক্রিকেটে দু’প্রান্ত থেকে দুটো বল দিয়ে খেলানো উচিত নয়। তাতে বল পুরনো হতে সময় লাগে। ফলে রিভার্স সুইং করানো যায় না। তাতে বোলারদের সঙ্গে অন্যায় করা হয়। আইসিসি-র কাছে নিয়ম বদলের আবেদন করেছিলেন তিনি। সেই আবেদন অবশেষে মেনে নিয়েছে আইসিসি। টেস্টে যে নিয়মগুলো বদলাচ্ছে তা ভারত-ইংল্যান্ড সিরিজ় থেকেই শুরু হবে বলে জানা গিয়েছে।

১) এক দিনের ক্রিকেটে দুটো বল ব্যবহারের নিয়মে বদল

Advertisement

নতুন নিয়মে বলা হয়েছে, এ বার থেকে ৩৪ ওভার পর্যন্ত আগের মতোই দু’টি বল ব্যবহার করা হবে। ৩৫তম ওভার থেকে একটি বলে খেলা হবে। ১৭ ওভার করে ব্যবহারের পর যে বলটি অপেক্ষাকৃত ভাল অবস্থায় থাকবে, সেটি দিয়ে বাকি ১৬ ওভার খেলা হবে। বৃষ্টি বা অন্য কোনও কারণে ওভারের সংখ্যা কমে ২৫ বা তার কম হলে, পুরো ইনিংসই খেলা হবে একটি বলে। ইনিংসের কোনও সময় বল পরিবর্তন করতে হলে, তুলনায় ভাল বল পাওয়ার সম্ভাবনা থাকবে না। যে বলটি পরিবর্তনের প্রয়োজন হবে, সেটি দিয়ে যত ওভার খেলা হয়েছে, অন্তত তত ওভার খেলা হওয়া বলই পাওয়া যাবে পরিবর্ত হিসাবে। যে বলে ৩৪ ওভারের পর খেলা হবে না, সেই বলটিও প্রয়োজনে পরিবর্ত হিসাবে ব্যবহার করার সুযোগ থাকবে।

২) বলে থুতুর ব্যবহার

কোভিডের পর থেকে বলে থুতু লাগানোয় নিষেধাজ্ঞা রয়েছে। সেই নিষেধাজ্ঞা থাকছে। কিন্তু এ বার থেকে নিয়ম আরও কড়া হচ্ছে। আগে নিয়ম ছিল, বলে থুতু লাগালেই সেই বল বদলাতে হত। এখন আম্পায়ার চাইলে তা না-ও করতে পারেন। অনেক সময় বোলিং দল ইচ্ছা করে বলে থুতু লাগাত। বল বদলানোর জন্য সেটা করা হত। সেই পরিকল্পনা যাতে কাজে না লাগে তার জন্য এই নিয়ম বদলেছে আইসিসি। পাশাপাশি বলে থুতু লাগালে ব্যাটিং দলকে ৫ রান পেনাল্টি দেওয়া হবে বলে জানানো হয়েছে।

৩) টেস্টেও স্টপ ক্লক নিয়ম

আগে সাদা বলের ক্রিকেটে স্টপ ক্লক নিয়ম ছিল। অর্থাৎ, এক ওভার শেষ হওয়ার ৬০ সেকেন্ডের মধ্যে পরের ওভার শুরু করতে হত। সেই নিয়ম এ বার টেস্টেও আসছে। মন্থর বোলিংয়ের সমস্যা মেটাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদি দু’বার ৬০ সেকেন্ডের মধ্যে ওভার শুরু না করা যায় তা হলে অধিনায়ককে সতর্ক করা হবে। তৃতীয় বার এই ভুল করলে ব্যাটিং দলকে পেনাল্টি হিসাবে ৫ রান দেওয়া হবে।

৪) রিভিউয়ের নিয়মে বদল

ক্যাচ আউটের ক্ষেত্রে যদি রিভিউ নেওয়া হয় তা হলে দুটো বিষয়ে খেয়াল রাখবেন তৃতীয় আম্পায়ার। বল ব্যাটে লাগলে ক্যাচ পরিষ্কার কি না সেটা দেখা হবে। আর যদি ব্যাট বলে না লেগে প্যাডে লাগে তা হলে দেখা হবে যে এলবিডব্লুউ হচ্ছে কি না। সে ক্ষেত্রে যদি আম্পায়ার্স কল ব্যাটারের পক্ষে যায়, তার পরেও ব্যাটারকে আউট দেওয়া হবে।

৫) নো বলে আউটের নিয়ম বদল

নো বলে ফিল্ডার ক্যাচ ধরলেও তা বিবেচনা করা হয় না। একমাত্র রান আউট ছাড়া অন্য কোনও আউট হয় না। ফলে নো বলে ব্যাটার চাইলে দৌড়ে রান নিতে পারেন। কিন্তু এ বার থেকে যদি নো বলে ফিল্ডার ক্যাচ ধরেন, তা হলে একমাত্র নো বলের জন্যই ব্যাটিং দলকে অতিরিক্ত এক রান দেওয়া হবে। বাকি কোনও রান হিসাব করা হবে না। তবে নো বলে ব্যাটার রান আউট ছাড়া অন্য কোনও ভাবে আউট হবেন না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement