Cristiano Ronaldo

Cristiano Ronaldo: মোটা বোনাস নিয়েই ম্যান ইউ কর্তাদের ক্লাব ছাড়ার কথা জানান রোনাল্ডো

মোটা অঙ্কের বোনাস নেওয়ার পরের দিনই রোনাল্ডো ক্লাব কর্তাদের জানান, তিনি থাকতে চান না। পারিবারিক সমস্যার কথা জানিয়ে যোগ দেননি অনুশীলনেও।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১০ জুলাই ২০২২ ১৬:২২
Share:

ক্লাবের অনুশীলনে যোগ দেননি রোনাল্ডো। ফাইল ছবি।

মোটা অঙ্কের বোনাস নেওয়ার পরের দিনই ম্যাঞ্চেস্টার ইউনাইটেড কর্তাদের ক্লাব ছাড়ার কথা জানিয়ে দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ব্রিটিশ সংবাদপত্রগুলির অন্তত তেমনই দাবি।

Advertisement

অনেক আশা নিয়ে গত মরসুমে পুরনো ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ফিরলেও ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে বনিবনা হচ্ছে না রোনাল্ডোর। আগেই ক্লাব ছাড়ার ইঙ্গিত দিয়েছেন পর্তুগিজ তারকা। ক্লাব কর্তাদেরও সে কথা জানিয়ে দিয়েছেন তিনি। মোটা অঙ্কের বোনাস পাওয়ার পরের দিনই নাকি রোনাল্ডো কর্তাদের জানিয়ে দেন, তিনি আর থাকতে চান না।

মরসুম শেষে ম্যান ইউ থেকে ঠিক কত বোনাস পেয়েছেন, তা জানানো হয়নি। ক্লাবের একটি সূত্র জানাচ্ছে, রোনাল্ডোর বোনাসের পরিমাণ কয়েক লক্ষ পাউন্ড। রোনাল্ডোই একমাত্র ফুটবলার যিনি পারিবারিক সমস্যার কথা জানিয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রাক-মরসুম অনুশীলনে যোগ দেননি। তাই ব্যাঙ্কক সফরের ৩১ জনের দলেও রাখা হয়নি তাঁকে।

Advertisement

ক্লাবের নতুন জার্সি কিছু দিন আগেই প্রকাশ্যে এসেছে। দলের সব ফুটবলারের মতো রোনাল্ডোও নতুন জার্সি পরে ছবি তুলেছিলেন। কিন্তু ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ক্রীড়া সরঞ্জাম সরবরাহকারী বহুজাতিক সংস্থাটি রোনাল্ডোর সেই ছবি প্রকাশ্যে আনেনি। আগামী মরসুমে রোনাল্ডোর ওল্ড ট্র্যাফোর্ডে থাকা নিয়ে অনিশ্চয়তার জন্যই তাঁর ছবি প্রকাশ করা হয়নি বলে জানিয়েছে সংস্থাটি। ম্যান ইউ অবশ্য একাধিক বার দাবি করেছে, রোনাল্ডোকে তারা কোনও ভাবেই হাতছাড়া করবে না। চুক্তি মতো আগামী মরসুমেও তাদের হয়েই খেলবেন সিআর সেভেন।

গত মরসুমে ক্লাবের হয়ে ২৪টি গোল করলেও রোনাল্ডোর দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন ওঠে ক্লাবের মধ্যেই। কোচ এরিক টেন হ্যাগের সঙ্গেও মতবিরোধ চরমে পৌঁছেছে তাঁর। রোনাল্ডোকে বাদ দিয়েই নিজের পরিকল্পনা তৈরি করছেন এরিক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন