বিশ্বকাপে যাওয়ার পর ক্রোয়েশিয়ার উচ্ছ্বাস। ছবি: রয়টার্স।
বিশ্বকাপের টিকিট পেয়ে গেল ক্রোয়েশিয়া। শুক্রবার রাতে তারা ফারো আইল্যান্ডকে হারিয়েছে ৩-১ গোলে। নিজেদের গ্রুপে ১৯ পয়েন্ট পেয়ে শীর্ষস্থান মজবুত করেছে। পাশাপাশি চেক প্রজাতন্ত্রের থেকে ছ’পয়েন্টে এগিয়ে গিয়েছে তারা। আর একটিই ম্যাচ বাকি থাকায় চেক প্রজাতন্ত্রের পক্ষে ক্রোয়েশিয়াকে ছোঁয়া সম্ভব নয়।
বিশ্বকাপের যোগ্যতা অর্জনের দোরগোড়ায় রয়েছে জার্মানি এবং নেদারল্যান্ডস। লুক্সেমবুর্গকে ২-০ গোলে হারিয়েছে জার্মানি। নেদারল্যান্ডস ১-১ ড্র করেছে পোল্যান্ডের বিরুদ্ধে। দুই দেশেরই শেষ ম্যাচে এক পয়েন্ট দরকার বিশ্বকাপে যেতে।
ক্রোয়েশিয়ার জয়ে অবদান রেখেছেন জসকো গাভার্দিয়ল। ১৬ মিনিটে ফারো আইল্যান্ডকে এগিয়ে দিয়েছিলেন গেজ়া ডেভিড। সমতা ফেরান গাভার্দিয়ল। ৫৭ মিনিটে ক্রোয়েশিয়াকে এগিয়ে দেন পিটার মুসা। ৭০ মিনিটে তৃতীয় গোল নিকোলা ভ্লাসিচের।
জার্মানির জয়ে জোড়া গোল করেছেন নিক উল্টারমেড। দুই ম্যাচে তিন গোল হয়ে গেল তাঁর। গ্রুপ এ-তে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে জার্মানি। একটিও ম্যাচে হারেনি তারা। স্লোভাকিয়ার বিরুদ্ধে শেষ ম্যাচে ড্র করলেই পৌঁছে যাবে বিশ্বকাপে।
পোল্যান্ডের বিরুদ্ধে ড্র করলেও শেষ ম্যাচে এক পয়েন্ট পেলেই বিশ্বকাপে চলে যাবে নেদারল্যান্ডস। পোল্যান্ডকে হারালেই বিশ্বকাপ নিশ্চিত হয়ে যেত ভার্জিল ফান ডাইকদের। তবে এখন তাদের অপেক্ষা করতে হবে লিথুয়ানিয়া ম্যাচ পর্যন্ত।
এ দিকে, শুক্রবার অ্যাঙ্গোলার বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচ খেলতে নেমেছিল আর্জেন্টিনা। তারা জিতেছে ২-০ গোলে। লিয়োনেল মেসি এবং লাউতারো মার্তিনেজ় গোল করেছেন। এই ম্যাচ আয়োজন করার জন্য অ্যাঙ্গোলা ১০৭ কোটি টাকা দিয়েছে আর্জেন্টিনাকে। স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে ডাকা হয়েছিল আর্জেন্টিনাকে। খেলা দেখেছেন ৫০ হাজার দর্শক। প্রায় পুরো ম্যাচই খেলেছেন মেসি।