Diego Maradona

মারাদোনার মৃত্যুরহস্য, চিকিৎসকের বিরুদ্ধে আদালতে অভিযোগ কন্যার

দিয়েগো মারাদোনার মৃত্যুর নেপথ্যে চিকিৎসকদের গাফিলতির প্রমাণ আগেই পাওয়া গিয়েছিল। এ বার আদালতে দাঁড়িয়ে প্রধান চিকিৎসকদের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ করলেন মারাদোনার কন্যা জিয়ানিনা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ মে ২০২৫ ১২:১৯
Share:

দিয়েগো মারাদোনা। — ফাইল চিত্র।

দিয়েগো মারাদোনার মৃত্যুর নেপথ্যে চিকিৎসকদের গাফিলতির প্রমাণ আগেই পাওয়া গিয়েছিল। এ বার আদালতে দাঁড়িয়ে প্রধান চিকিৎসকদের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ করলেন মারাদোনার কন্যা জিয়ানিনা। জানালেন, তাঁর বাবার স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার কথা বার বার বলা হলেও সে বিষয়ে কর্ণপাত করা হয়নি।

Advertisement

মারাদোনার চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠেছে সাত চিকিৎসকের বিরুদ্ধে, যার মধ্যে প্রধান হচ্ছেন লিয়োপোল্ডো লিউক। মাথার খুলি এবং মস্তিস্কের মাঝে অবস্থিত হেমাটোমায় অস্ত্রোপচার হয়েছিল মারাদোনার। ২০২০-র ৪-১১ নভেম্বর লস অলিভোস ক্লিনিকে ভর্তি ছিলেন। এর পরে বাকি চিকিৎসার জন্য বাড়িতে পাঠানো হয়।

জিয়ানিনা জানিয়েছেন, মৃত্যুর আগে ক্রমাগত স্বাস্থ্যের অবনতি হচ্ছিল মারাদোনার। তবু হাসপাতালে ভর্তি করানো হয়নি। তিনি বলেন, “আমি লিউককে বলেছিলাম, বাবাকে দেখে খুব খারাপ লাগছে। উনি খুশি নন। হাঁটাচলা করতে পারছেন না। কিন্তু লিউক বলেছিলেন, স্বাস্থ্যের এমন ওঠানামা হয়েই থাকে।”

Advertisement

জিয়ানিনা জানিয়েছেন, বাবার ঠিক কিসের চিকিৎসা চলছে সে ব্যাপারে বার বার জিজ্ঞাসা করতেন লিউককে। কিন্তু কখনও উত্তর পাননি। তাঁর কথায়, “বাবার ৬০ম জন্মদিনে দেখা করতে গিয়েছিলাম। কিন্তু উনি আমাকে চিনতে পারেননি। জিজ্ঞাসা করেছিলাম শরীর ভাল আছে কি না। উনি বলেছিলেন, নেই।”

সাত চিকিৎসকের বিচার করবেন তিন বিচারক। সর্বোচ্চ ২৫ বছরের কারাদণ্ড হতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement