Bharat Arun on Virat Kohli

প্রস্তুতি ম্যাচ খেলতে পছন্দই করতেন না কোহলি! বিরাটের অবসরের পর ফাঁস প্রাক্তন কোচের

ম্যাচ জেতার জন্য নিজের সর্বস্ব দিতে তৈরি থাকতেন। কিন্তু প্রস্তুতি ম্যাচ খেলতে একেবারেই পছন্দ করতেন না বিরাট কোহলি। অবসরের পর এ কথা জানিয়েছেন ভারতের প্রাক্তন বোলিং কোচ ভরত অরুণ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ মে ২০২৫ ১০:৪১
Share:

বিরাট কোহলি। — ফাইল চিত্র।

ম্যাচ জেতার জন্য নিজের সর্বস্ব দিতে তৈরি থাকতেন। কিন্তু প্রস্তুতি ম্যাচ খেলতে একেবারেই পছন্দ করতেন না বিরাট কোহলি। অবসরের পর এ কথা জানিয়েছেন ভারতের প্রাক্তন বোলিং কোচ ভরত অরুণ। তাঁর দাবি, কোহলির কাছে প্রস্তুতি ম্যাচের চেয়ে নেটে অনুশীলন বেশি ভাল মনে হত।

Advertisement

এক সাক্ষাৎকারে অরুণ বলেছেন, “কোহলি কখনও প্রস্তুতি ম্যাচ খেলতে চাইত না। ওর বরাবর মনে হয়েছে, প্রস্তুতি ম্যাচে সেই আগ্রাসনটা থাকে না। তাই প্রস্তুতি ম্যাচ খেলার কোনও অর্থ নেই। তার বদলে নেটে আরও বেশি সময় কাটাতে চাইত। সব সময় সবচেয়ে কঠিন উইকেট বেছে নিত। বোলারদের নির্দেশ দিত ১৬ গজ দূর থেকে বল করার। অথবা ১৬ গজ দূর থেকে থ্রো-ডাউন নিত। আসল কথা হল, কোহলি সব সময় চ্যালেঞ্জ নিতে চাইত। তাতেই এই সাফল্য পেয়েছে।”

কোহলির ক্রিকেটজীবনের উল্লেখযোগ্য মুহূর্ত হিসাবে ২০১৮ সালে মেলবোর্নের বক্সিং ডে টেস্টের কথা বলেছেন অরুণ। বলেছেন, “পার্‌থে সে বার অসাধারণ শতরান করেছিল বিরাট। কিন্তু আমরা ম্যাচটা জিততে পারিনি। মেলবোর্নে যাওয়ার আগে সাজঘরের মানসিকতাই বদলে দিয়েছিল বিরাট। সবাইকে বিশ্বাস করতে বাধ্য করেছিল যে আমরা জিততে পারি। তার পর নেতা হিসাবে নিজের সেরাটা বার করে এনেছিল।”

Advertisement

ঘটনাচক্রে, ভারত সেই টেস্ট জিতেছিল এবং পরে সিরিজ় জয় নিশ্চিত করেছিল। অস্ট্রেলিয়ার মাটিতে যা ছিল প্রথম বার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement