Emami East Bengal

Kolkata Derby: কলকাতা ডার্বির টিকিট বিক্রি আবার শুরু, কবে থেকে কী ভাবে পাওয়া যাবে

প্রথম দফায় মাত্র ৩০ মিনিটেই ডার্বির টিকিট শেষ হয়ে গিয়েছিল। আরও এক বার টিকিট বিক্রি শুরু হচ্ছে। তবে শুধুমাত্র অনলাইনেই পাওয়া যাবে টিকিট।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২২ ১৭:৫৮
Share:

২৮ অগস্ট নামছে ইস্টবেঙ্গল-মোহনবাগান। ফাইল চিত্র

অনলাইনে ছাড়ার পর মাত্র ৩০ মিনিটের মধ্যে শেষ হয়ে গিয়েছিল মরসুমের প্রথম ডার্বির টিকিট। টিকিট কাটতে না পেরে হতাশ হয়েছিলেন অনেক সমর্থক। তাঁদের জন্য সুখবর। ডার্বির টিকিট আরও এক বার বিক্রি শুরু হচ্ছে। ১৬ অগস্ট, মঙ্গলবার সকাল ১০টা থেকে অনলাইনে পাওয়া যাবে এটিকে মোহনবাগান ও ইমামি ইস্টবেঙ্গল ম্যাচের টিকিট।

Advertisement

ডুরান্ড কাপের আয়োজকরা জানিয়েছে, ডার্বির টিকিটের চাহিদা রয়েছে। তাই আরও এক বার অল্প সংখ্যক টিকিট ছাড়ছে তারা। যাঁরা আগের বার টিকিট কাটতে পারেননি তাঁদের কাছে এ বার টিকিট কাটার সুযোগ রয়েছে। তবে একমাত্র অনলাইনে ‘বুক মাই শো’-তে গিয়ে টিকিট কাটা যাবে। যাঁরা ইতিমধ্যে অনলাইনে টিকিট কেটে ফেলেছেন তাঁরা ১৬ থেকে ২২ অগস্টের মধ্যে নিজেদের টিকিট সংগ্রহ করতে পারবেন। ইস্টবেঙ্গল ও মোহনবাগান তাঁবু থেকে সেই টিকিট দেওয়া হবে।

অনলাইনের পাশাপাশি অফলাইনেও পাওয়া যাবে ডুরান্ড কাপের সব খেলার টিকিট। ম্যাচের পাঁচ দিন আগে থেকে সেই টিকিট পাওয়া যাবে। অফলাইনে কতগুলি টিকিট থাকবে তা এখনও স্পষ্ট নয়। তাই অনলাইন টিকিটের চাহিদা বেড়েছে। কলকাতায় এ বারের ডুরান্ড কাপ হবে ২০টি দলকে নিয়ে। আইএসএলের প্রতিটি দলই অংশ নিচ্ছে। আই লিগ থেকে পাঁচটি এবং সেনাবাহিনী থেকে চারটি দল অংশ নেবে। কলকাতায় উদ্বোধনী ম্যাচ এবং ফাইনাল-সহ মোট ২৭টি ম্যাচ হবে। ১৬ অগস্ট মহমেডান স্পোর্টিং ও এফসি গোয়ার মধ্যে ম্যাচ দিয়ে শুরু হতে চলেছে প্রতিযোগিতা।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন