Kolkata Derby

ডুরান্ড কাপের লড়াইয়ে যে ভাবে মোহনবাগানকে হারাল ইস্টবেঙ্গল

মরসুমের প্রথম কলকাতা ডার্বিতে মুখোমুখি হয়েছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। গত আটটি ডার্বিতেই ইস্টবেঙ্গল হেরেছে। দ্বিতীয়ার্ধে নন্দকুমারের গোলে এগিয়ে তারা। মোহনবাগান কি শোধ দিতে পারবে?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১২ অগস্ট ২০২৩ ১৬:১৭
Share:

নন্দকুমারকে নিয়ে উচ্ছ্বাস সতীর্থদের। ছবি: টুইটার।

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ১২ অগস্ট ২০২৩ ১৮:১১ key status

গো-ও-ও-ও-ও-ও-ও-ও-ল

ক্রেসপোর পাস ধরে একাই আক্রমণে উঠেছিলেন নন্দকুমার। বিপক্ষের ডিফেন্ডারকে এড়িয়ে বাঁ পায়ের বাঁকানো শটে অসাধারণ গোল করলেন নন্দকুমার।

শেষ আপডেট: ১২ অগস্ট ২০২৩ ১৮:০৫ key status

ডার্বিতে অভিষেক কামিংসের

মোহনবাগানের বিশ্বকাপার মাঠে নামলেন। গোলের লক্ষ্যে পেত্রাতোসকেও নামিয়ে দিলেন ফেরান্দো।

Advertisement
শেষ আপডেট: ১২ অগস্ট ২০২৩ ১৭:৩৮ key status

প্রথমার্ধের খেলা শেষ

অনেক ঝলমলে লেগেছে ইস্টবেঙ্গলকে। কুয়াদ্রাতের দল আত্মবিশ্বাস নিয়েই মাঠে নেমেছে এটা বোঝা গিয়েছে। বেশ কিছু ভাল সুযোগ তৈরি করেছে তারা। দু’বার আটকে গিয়েছে বিশাল কাইথের হাতে। অন্য দিকে, মোহনবাগান শুরুটা ভাল করলেও পরের দিকে একটু ছন্নছাড়া লেগেছে। তারাও গোলের কিছু সুযোগ তৈরি করেছে।

শেষ আপডেট: ১২ অগস্ট ২০২৩ ১৭:৩৩ key status

খাবরাকে হলুড কার্ড

লিস্টনকে অবৈধ ভাবে ট্যাকল করার শাস্তি পেলেন তিনি।

Advertising
Advertising
শেষ আপডেট: ১২ অগস্ট ২০২৩ ১৭:২২ key status

সুযোগ নষ্ট মনবীরের

ডান দিক থেকে আশিস বল বাড়িয়েছিলেন। কিন্তু গোলের অনেক উপর দিয়ে বল উড়িয়ে দিলেন মনবীর।

শেষ আপডেট: ১২ অগস্ট ২০২৩ ১৭:১৩ key status

সেভ বিশালের

টানা দ্বিতীয় আক্রমণ ইস্টবেঙ্গলের। এ বার সিভেরিয়োর থেকে পাস পেলেন নন্দ। কিন্তু একটু জোরে পাস দেওয়ায় বিশাল এগিয়ে এসে বল তালুবন্দি করলেন।

শেষ আপডেট: ১২ অগস্ট ২০২৩ ১৭:০৭ key status

সিভেরিয়োর সুযোগ নষ্ট

বাঁ দিক থেকে মহেশ পাস দিয়েছিলেন সিভেরিয়োকে। তাঁর শট আটকে দিলেন মোহনবাগানের এক ডিফেন্ডার।

শেষ আপডেট: ১২ অগস্ট ২০২৩ ১৬:৫৯ key status

জর্ডানের হেড বিশালের হাতে

ফ্রিকিক থেকে বল পেয়েছিলেন ইস্টবেঙ্গলের জর্ডান। তাঁর হেড সরাসরি গোলকিপারের হাতে।

শেষ আপডেট: ১২ অগস্ট ২০২৩ ১৬:৫৪ key status

ম্যাচ শুরু

প্রথম থেকেই আক্রমণ করছে মোহনবাগান। সাদিকুর একটি শট একটুর জন্যে বাইরে গেল। পাল্টা লড়ছে ইস্টবেঙ্গলও।

শেষ আপডেট: ১২ অগস্ট ২০২৩ ১৬:২৩ key status

টানা আটটি ডার্বি জিতেছে মোহনবাগান

ইস্টবেঙ্গল কি আটকাতে পারবে নবম জয়?

শেষ আপডেট: ১২ অগস্ট ২০২৩ ১৬:০৭ key status

মোহনবাগানের প্রথম একাদশ

বিশাল, আশিস, আনোয়ার, হ্যামিল, শুভাশিস, অনিরুদ্ধ, মার্টিন্স, মনবীর, বুমোস, কোলাসো এবং সাদিকু।

শেষ আপডেট: ১২ অগস্ট ২০২৩ ১৬:০৫ key status

ইস্টবেঙ্গলের প্রথম একাদশ

প্রভসুখন, খাবরা, লালচুংনুঙ্গা, জর্ডান, মন্দার, শৌভিক, সাউল, মহেশ, নন্দ এবং সিভেরিয়ো।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও পড়ুন
Advertisement