১২ পয়েন্ট নিয়ে শীর্ষে চলে গেল ইস্টবেঙ্গল। ছবি: সংগৃহীত।
এই ইস্টবেঙ্গলকে থামাবে কে? চলতি আইডব্লিউএল (মেয়েদের আই লিগ)-এ লাল-হলুদের খেলার দিকে তাকালে অন্তত এই প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে না। শুক্রবার কল্যাণীতে শীর্ষে থাকা নীতা এফএ-কে ৫-০ পরাস্ত করলেন ফাজ়িলা ইকওয়াপুটরা। চার ম্যাচের চারটিতেই জয় পেয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে চলে গেল ইস্টবেঙ্গল।
ম্যাচের ৬ মিনিটে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। রেস্টি নানজ়িরির পাস থেকে ডান পায়ে অনবদ্য বাঁক খাওয়ানো শটে গোল করেন সুলঞ্জনা রাউল।চার ম্যাচে ১৩ গোল করা নীতা এফএ লক্ষ্যভেদের পথ খুঁজে পায়নি। প্রথমার্ধ শেষের তিন মিনিট আগে ফাজ়িলার একটি থ্রু থেকে গোল করেন সৌম্যা। ৫০ মিনিটে ৩-০ করেন রেস্টি। চতুর্থ গোলদাতা ফাজ়িলা। প্রতিপক্ষের রক্ষণের ভুলে প্রিয়াঙ্কা দেবী স্কোরশিটে নাম তোলেন।
অন্য ম্যাচে কিকস্টার্ট এফসি ২-১ হারিয়েছে শ্রীভূমিকে। সেতু এফসি ৫-০ জিতেছে সেসা এফএ-র বিরুদ্ধে।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে