ISL 2022-23

ডার্বি দেখতে গিয়ে প্রয়াত সমর্থকের বাড়িতে লাল-হলুদ কর্তারা, পাশে থাকার বার্তা

বাগুইআটির দেশবন্ধুনগরের বাসিন্দা জয়শঙ্কর শনিবার খেলার ১৫ মিনিটের মাথায় আচমকাই হৃদরোগে আক্রান্ত হন। রাত ৯.০৭ মিনিটে তিনি প্রয়াত হন। ডাক্তারদের চেষ্টা সত্ত্বেও তাঁকে বাঁচানো যায়নি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২২ ১৫:০৮
Share:

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হওয়া সমর্থক জয়শঙ্কর সাহার পরিবারের পাশে থাকবে ইস্টবেঙ্গল। ফাইল ছবি

শনিবার যুবভারতী স্টেডিয়ামে ডার্বি দেখতে গিয়ে আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন ইস্টবেঙ্গল সমর্থক জয়শঙ্কর সাহা। তাঁর পরিবারের পাশে থাকবে ইস্টবেঙ্গল। রবিবার লাল-হলুদের তরফে থেকে এই ঘোষণা করা হয়েছে। এ দিন ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার দেখা করতে যান ওই সমর্থকের পরিবারের সঙ্গে।

Advertisement

বাগুইআটির দেশবন্ধুনগরের বাসিন্দা জয়শঙ্কর শনিবার খেলার ১৫ মিনিটের মাথায় আচমকাই হৃদরোগে আক্রান্ত হন। এক বন্ধু এবং পুলিশের সাহায্য তাঁকে রাত ৮.৩০ মিনিটে স্থানীয় আমরি হাসপাতালে ভর্তি করা হয়। রাত ৯.০৭ মিনিটে তিনি প্রয়াত হন। ডাক্তারদের চেষ্টা সত্ত্বেও তাঁকে বাঁচানো যায়নি।

রবিবার ইস্টবেঙ্গল ক্লাবের তরফে এক বিবৃতিতে লেখা হয়েছে, “আমরা একজন ফুটবলপ্রেমী, একজন ইস্টবেঙ্গলপ্রেমী মানুষকে হারালাম। আমরা তাঁর পরিবারের পাশে থাকার অঙ্গীকার করছি। এটাও জানাতে চাই, আগামী দিনে ওঁর সন্তানের শিক্ষার ক্ষেত্রে যদি কোনও প্রয়োজন পড়ে সেখানেও আমরা পাশে থাকব I ওঁদের যে কোনও সুবিধা-অসুবিধায় আমাদের এক প্রতিনিধি পাশে থাকবেন।”

Advertisement

ইস্টবেঙ্গলের প্রতিনিধিরা শনিবার রাত থেকেই হাসপাতালে রয়েছেন I সেখানে যা আইনানুগ ব্যবস্থা নেওয়ার ছিল, তা সুষ্ঠ ভাবে করা হয়েছে। ইতিমধ্যেই ওই সমর্থকের দেহ আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ক্লাবকর্তা দেবব্রত সরকারও উপস্থিত ছিলেন। দ্রুত ময়নাতদন্ত করে জয়শঙ্করের দেহ সৎকারের ব্যবস্থা করা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন