SAFF Club Championship

করাচি সিটিকে হারিয়ে শীর্ষে ইস্টবেঙ্গল

প্রথম ম্যাচে ভুটানের ক্লাব ট্রান্সপোর্ট ইউনাইটেডকে ৪-০ গোলে হারিয়ে সাফে অভিযান শুরু করেছিল মশালবাহিনী। দ্বিতীয় ম্যাচেও সেই ছন্দই দেখা গিয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২৫ ০৭:৫৪
Share:

কারিগর: ম্যাচের সেরা সুলঞ্জনা। বৃহস্পতিবার। ছবি: ইস্টবেঙ্গল।

সাফ ক্লাব চ‌্যাম্পিয়নশিপ

ইস্টবেঙ্গল ২ করাচি ০

এশিয়া কাপ ক্রিকেটে পাকিস্তানের বিরুদ্ধে একচ্ছত্র দাপট বজায় রেখেছিল ভারত। ফুটবলেও ছবিটা বদলাল না কলকাতার অন‌্যতম প্রধান ইস্টবেঙ্গলের মহিলাদের সৌজন‌্যে। বৃহস্পতিবার নেপালের দশরথ স্টেডিয়ামে সাফ ক্লাব চ‌্যাম্পিয়নশিপে সুলঞ্জনা রাউলরা ২-০ গোলে পরাস্ত করলেন পাকিস্তানের করাচি সিটিকে। জয়ের ফলে ২ ম‌্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে পৌঁছে গেল ইস্টবেঙ্গল।

প্রথম ম‌্যাচে ভুটানের ক্লাব ট্রান্সপোর্ট ইউনাইটেডকে ৪-০ গোলে হারিয়ে সাফে অভিযান শুরু করেছিল মশালবাহিনী। দ্বিতীয় ম‌্যাচেও সেই ছন্দই দেখা গিয়েছে। ৫ মিনিটের মধ‌্যে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন সুলঞ্জনা। প্রতিআক্রমণে ফাজ়িলা ইকওয়াপুট বল বাড়িয়েছিলেন সুলঞ্জনাকে। তিনি বল ধরে ডি বক্স থেকেই ডান পায়ের শটে এগিয়ে দেন দলকে। ম‌্যাচের সেরা হলেন বাঙালি স্ট্রাইকারই।

দ্বিতীয়ার্ধের শুরুতেই লাল-হলুদের হয়ে দ্বিতীয় গোল করেন রেস্টি নানজ়িরি। এ ক্ষেত্রে করাচির গোলরক্ষকের ভুলে বল পেয়ে যান সৌম‌্যা গুগুলথ। তাঁর বাড়ানো বল করাচির এক ডিফেন্ডারের মাথায় লেগে পৌঁছে যায় ফাঁকায় দাঁড়ানো রেস্টির কাছে। হেড দিয়ে বল জালে জড়ান তিনি। এর পরে সুযোগ এলেও আর ব‌্যবধান বাড়েনি।

এ দিন ম‌্যাচের আগে ও পরে পাকিস্তানের ফুটবলারদের সঙ্গে হাই ফাইভ করেছেন সুলঞ্জনারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন