East Bengal

দু’গোলে পিছিয়ে পড়ে কোনও মতে ড্র, কলকাতা লিগে আবার আটকে গেল ইস্টবেঙ্গল, পয়েন্ট নষ্ট লাল-হলুদের

সব ঠিকঠাক থাকলে ম্যাচটা হেরেও যেতে পারত তারা। তবে শনিবার ইস্টবেঙ্গল এক পয়েন্ট নিয়ে ফিরতে পারল নৈহাটি স্টেডিয়াম থেকে। কলকাতা লিগে প্রথমার্ধে দু’গোলে পিছিয়ে পড়ে কাস্টমসের বিরুদ্ধে ২-২ ড্র করল তারা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ জুলাই ২০২৫ ১৮:৪৩
Share:

গোলের পর ইস্টবেঙ্গল ফুটবলারদের উচ্ছ্বাস। তবে জয় এল না। ছবি: সমাজমাধ্যম।

সব ঠিকঠাক থাকলে ম্যাচটা হেরেও যেতে পারত তারা। তবে শনিবার ইস্টবেঙ্গল এক পয়েন্ট নিয়ে ফিরতে পারল নৈহাটি স্টেডিয়াম থেকে। কলকাতা লিগে কাস্টমসের বিরুদ্ধে ২-২ ড্র করল তারা। তা-ও আবার প্রথমার্ধে দু’গোলে পিছিয়ে পড়ে।

Advertisement

বৃষ্টির জন্য বিএসএস-এর সঙ্গে ইস্টবেঙ্গলের ম্যাচ স্থগিত হয়ে গিয়েছিল। তার আগে সুরুচি সঙ্ঘের কাছে আটকে গিয়েছিল ইস্টবেঙ্গল। এ দিন আবার পয়েন্ট নষ্ট করেছে তারা। গত বার কলকাতা লিগে তরতরিয়ে এগোনো ইস্টবেঙ্গলকে এ বার অনেকটাই অচেনা লাগছে।

এ দিন ২২ মিনিটের মধ্যে দু’টি গোল হজম করে ইস্টবেঙ্গল। লাল-হলুদকে দেখে চেনাই যায়নি। প্রথম গোলটি হয় পেনাল্টি থেকে। ডিফেন্ডার চাকু মান্ডি বক্সের মধ্যে ফেলে দেন কাস্টমসের সুময় সোমকে। পেনাল্টি থেকে গোল করেন শিলক তিওয়ারি। এর কিছু ক্ষণ পরেই দ্বিতীয় গোল খায় ইস্টবেঙ্গল। লাল-হলুদের একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে রিকি ঘরামি পাস দেন অরক্ষিত থাকা সৌরভ সেনকে। তিনি গোল করেন। প্রথমার্ধে ইস্টবেঙ্গলের জোসেফ জাস্টিন সহজ জায়গায় ফ্রিকিক পেলেও বাইরে মারেন। তার পরে শারীরিক ফুটবল খেলতে গিয়ে ধাক্কাধাক্কি করে হলুদ কার্ড দেখেন।

Advertisement

বিরতির পরে কিছু ফুটবলারকে পরিবর্তন করেন কোচ বিনো জর্জ। তবু প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয় ৬০ মিনিট। পরিবর্ত অনন্থু গোল করেন জেসিন টিকের কর্নার থেকে। ১০ মিনিট পর প্রভাত লাকরা সমতা ফেরান। শেষের দিকে ইস্টবেঙ্গলের চাপ সামলাতে না পেরে কাস্টমসের ফুটবলারেরা হতোদ্যম হয়ে পড়েন। তবে গোল করতে পারেনি ইস্টবেঙ্গল।

হারের পর সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন কোচ বিনো। বলেছেন, “আমরা অনেক সুযোগ নষ্ট করেছি। নিজেরাও ভুল করে গোল খেয়েছি।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement