East Bengal

কলকাতা লিগে সুরুচি সঙ্ঘের কাছে আটকে গেল ইস্টবেঙ্গল, এগিয়ে গিয়ে ড্র করল মহমেডানও

কলকাতা লিগে একই দিনে নেমেছিল ইস্টবেঙ্গল এবং মহমেডান। দুই প্রধানই আটকে গিয়েছে। নৈহাটি স্টেডিয়ামে ইস্টবেঙ্গল ১-১ ড্র করেছে সুরুচি সঙ্ঘের বিরুদ্ধে। মহমেডান বনাম পুলিশের খেলা ২-২ গোলে অমীমাংসিত অবস্থায় শেষ হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৫ ২১:১২
Share:

ইস্টবেঙ্গল বনাম সুরুচি ম্যাচের একটি মুহূর্ত। ছবি: সংগৃহীত।

কলকাতা লিগে একই দিনে নেমেছিল ইস্টবেঙ্গল এবং মহমেডান। দুই প্রধানই আটকে গিয়েছে। নৈহাটি স্টেডিয়ামে ইস্টবেঙ্গল ১-১ ড্র করেছে সুরুচি সঙ্ঘের বিরুদ্ধে। মহমেডান বনাম পুলিশের খেলা ২-২ গোলে অমীমাংসিত অবস্থায় শেষ হয়েছে।

Advertisement

মেসারার্স ক্লাবকে সাত গোল দিয়ে কলকাতা লিগ শুরু করেছিল ইস্টবেঙ্গল। দ্বিতীয় ম্যাচেই আটকে গেল তারা। গত বার সুরুচিকে পাঁচ গোল দিলেও এ বার বিপক্ষের কোচ রঞ্জন ভট্টাচার্যের বুদ্ধির কাছে আটকে যেতে হল। চোটের কারণে এ দিন ছিলেন না মনোতোষ মাজি এবং জেসিন টিকে। তার ফল পেল ইস্টবেঙ্গল। গোটা ম্যাচে তাদের দাপট থাকলেও গোল করার বেশি সুযোগ তৈরি করতে পারেনি।

প্রথমার্ধের শেষ দিকে বিপক্ষের ‘সৌজন্যে’ এগিয়ে যায় ইস্টবেঙ্গল। বলরাম মান্ডির ভুল পাস থেকে বল পেয়েছিলেন ভানলালপেকা গুইতে। সেই পাস কাজে লাগিয়ে গোল করেন তিনি। দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতা ফেরান পরিবর্ত হিসাবে নামা কর্মণ্য বনসল। লাল কার্ড দেখায় দ্বিতীয়ার্ধে প্রায় অর্ধেকটা দশ জনে খেলতে হয়েছে সুরুচিকে। তাতেও হাল ছাড়েনি তারা।

Advertisement

এ দিকে, মহমেডান খেলার শুরুতে এগিয়ে গিয়েছিল লালথানকিমার গোলে। তবে বেশি ক্ষণ সেই লিড ধরে রাখতে পারেনি। কলকাতা পুলিশের হয়ে সমতা ফেরান রাহুল নস্কর। আবার এগিয়ে যায় মহমেডান। গোল করেন লালানঘাই সাকা। দ্বিতীয়ার্ধে সেই গোল শোধ করেন পুলিশের সন্দীপ ওরাওঁ। দু’দলই এর পর গোলের বেশ কিছু সুযোগ পেয়েছিল। কেউই কাজে লাগাতে পারেনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement