East Bengal

স্বাধীনতা দিবসে লাল-হলুদ সমর্থকদের নতুন গান ‘আমার ইস্টবেঙ্গল’

ইস্টবেঙ্গলের জন্যে ইতিমধ্যেই একটি থিম সং রয়েছে। তার মাঝেই স্বাধীনতা দিবসের আগে সমর্থকেরা একটি নতুন গান নিয়ে এলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২৩ ২১:২৪
Share:

ইস্টবেঙ্গলের সমর্থকেরা। — ফাইল চিত্র।

মঙ্গলবার স্বাধীনতা দিবস। সে দিনই আপামর ইস্টবেঙ্গল সমর্থকের জন্যে নতুন একটি গান প্রকাশিত হতে চলেছে। ইস্টবেঙ্গলের সমর্থকদের দল ‘রেড অ্যান্ড গোল্ড লেগ্যাসি’ এই গান নিয়ে আসছে। সমর্থকদের জন্যেই উৎসর্গ করা হয়েছে গানটি।

Advertisement

‘আমার ইস্টবেঙ্গল’ নামে এই গানটি গেয়েছেন মনোময় ভট্টাচার্য এবং তাঁর ছেলে আকাশ ভট্টাচার্য। মনোময় ইস্টবেঙ্গলের সমর্থক হিসাবেই পরিচিত। ইস্টবেঙ্গলের খেলা থাকলে কোনও মতেই মাঠছাড়া হন না। অতীতে ইস্টবেঙ্গলের বার্ষিক অনুষ্ঠানেও গান গাইতে দেখা গিয়েছে তাঁকে। তিনিই সমর্থকদের জন্যে নতুন গান গেয়েছেন।

প্রসঙ্গত, ইস্টবেঙ্গলের থিম সংটি অরিজিৎ সিংহের গাওয়া। গানের নাম ‘একশো বছর ধরে’। ইস্টবেঙ্গলের শতবর্ষ উপলক্ষে এই গানটি গেয়েছিলেন অরিজিৎ। ক্রিকেট, ফুটবলের বিভিন্ন প্রতিযোগিতার গান গেয়েছেন তিনি। গত বারের আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানেও গান গাইতে দেখা গিয়েছিল তাঁকে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন