ifa shield

শিল্ড ফাইনাল: ইস্টবেঙ্গলের সামনে শ্রীভূমি

বুধবার তেহট্টে ইস্টবেঙ্গল বনাম পশ্চিমবঙ্গ পুলিশ ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য ভাবে শেষ হয়। দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার পাঁচ মিনিটের মধ্যে গোল করে দলকে এগিয়ে দেন তুলসী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০১ জুন ২০২৩ ০৭:১৫
Share:

মহিলা আইএফএ শিল্ডের সেমিফাইনালে মুখোমুখি ইস্টবেঙ্গল ও পশ্চিমবঙ্গ পুলিশ। নিজস্ব চিত্র।

পশ্চিমবঙ্গ পুলিশকে ৩-০ গোলে হারিয়ে মেয়েদের প্রথম আইএফএ শিল্ডের ফাইনালে উঠল ইস্টবেঙ্গল। জোড়া গোল করেন তুলসী হেমব্রম। ফাইনালে মশালবাহিনীর প্রতিপক্ষ শ্রীভূমি স্পোর্টিং ক্লাব।

Advertisement

বুধবার তেহট্টে ইস্টবেঙ্গল বনাম পশ্চিমবঙ্গ পুলিশ ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য ভাবে শেষ হয়। দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার পাঁচ মিনিটের মধ্যে গোল করে দলকে এগিয়ে দেন তুলসী। ৮৭ মিনিটে ২-০ করেন মৌসুমী মুর্মু। সংযুক্ত সময়ে নিজের দ্বিতীয় এবং ইস্টবেঙ্গলের হয়ে তৃতীয় গোল করেন তুলসী। মেয়েদের প্রথম আইএফএ শিল্ডে শুরু থেকেই দুরন্ত ছন্দে ইস্টবেঙ্গলের মেয়েরা। প্রথম ম্যাচে নদীয়া জেলা দলকে ৮-০ গোলে হারান মৌসুমীরা। দ্বিতীয় ম্যাচে ১১-০ গোলে জয় চাঁদনি এসসির বিরুদ্ধে। বুধবার সেমিফাইনালে ৩-০ গোলে জিতল ইস্টবেঙ্গল।

বুধবার মেয়েদের আইএফএ শিল্ডের অন্য সেমিফাইনালে চাঁদনিকে কার্যত দাঁড়াতেই দেয়নি শ্রীভূমি। ৫-১ গোলে জেতে তারা। হ্যাটট্রিক করেন সুজাতা মাহাতো। একটি গোল করেন তিতলি সরকার। চাঁদনির হয়ে ব্যবধান কমান পুনম বার্লা।

Advertisement

ফেডারেশনের ঘোষণা: আজ, বৃহস্পতিবার ১ জুন থেকে শুরু হচ্ছে ২০২৩-’২৪ ফুটবল মরসুম। চলবে ২০২৪ সালের ৩১ মে পর্যন্ত। বুধবার জানিয়ে দিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। পেশাদার ক্লাবগুলি দু’টি পর্যায়ে ফুটবলারদের নাম নথিভুক্ত করতে পারবে। প্রথম পর্ব ৯ জুন থেকে ৩১ অগস্ট। দ্বিতীয় পর্ব আগামী বছরের ১ থেকে ৩১ জানুয়ারি। অপেশাদার ফুটবলারদের (পুরুষ ও মহিলা) সই শুরু হবে চলতি বছরের ১ জুন। চলবে ২০২৪ সালের ৩১ মে পর্যন্ত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন