Kanyashree Cup

শ্রীভূমিকে হারিয়ে কন্যাশ্রী কাপ ইস্টবেঙ্গলের, দ্বিমুকুট লাল-হলুদের মহিলা দলের

মহিলাদের আই লিগের পর কন্যাশ্রী কাপ চ্যাম্পিয়ন হল ইস্টবেঙ্গল। মঙ্গলবার কিশোর ভারতী স্টেডিয়ামে হাড্ডাহাড্ডি লড়াই শেষ হল টাইব্রেকারে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ মে ২০২৫ ২৩:১৭
Share:

ইস্টবেঙ্গল মহিলা দলের হাতে কন্যাশ্রী কাপ তুলে দেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। রয়েছেন দমকলমন্ত্রী সুজিত বসুও। ছবি: সংগৃহীত।

কন্যাশ্রী কাপ চ্যাম্পিয়ন হল ইস্টবেঙ্গল। মঙ্গলবার ফাইনালে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবকে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হারাল লাল-হলুদ ব্রিগেড। নির্ধারিত সময়ের খেলা শেষ হয় ১-১ গোলে। বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।

Advertisement

হাড্ডাহাড্ডি লড়াই হল কন্যাশ্রী কাপের ফাইনালে। ইস্টবেঙ্গল এবং শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মহিলা ফুটবলারদের আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। কিশোর ভারতী স্টেডিয়ামে আইএফএ পরিচালিত প্রতিযোগিতার ফাইনালের প্রথমার্ধের খেলা শেষ হয় গোলশূন্য অবস্থায়। এর পর ৪৯ মিনিটে সুলন জানার গোলে এগিয়ে যায় লাল-হলুদ শিবির। পিছিয়ে পড়েও হাল ছাড়েননি শ্রীভূমির ফুটবলারেরা। কিছু ক্ষণের মধ্যে সমতা ফেরান তাঁরা। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে শেষ হওয়ার পর টাইব্রেকার হয়। তাতে বাজিমাত করে ইস্টবেঙ্গলের মহিলা দল। টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় ইস্টবেঙ্গল। ইন্ডিয়ান ওমেনস লিগের পর কন্যাশ্রী কাপ জিতে দ্বিমুকুট জয় করল লাল-হলুদের মহিলা ব্রিগেড।

কন্যাশ্রী কাপের ফাইনাল ঘিরে নানা জটিলতা তৈরি হয়। জুনের দ্বিতীয় সপ্তাহের আগে খেলা সম্ভব হবে না বলে জানিয়েছিল ইস্টবেঙ্গল ক্লাব। কিন্তু আইএফএ কর্তৃপক্ষ তাদের অনুরোধ মানেনি। তাই বাধ্য হয়েই ইস্টবেঙ্গলকে মঙ্গলবার দল নামাতে হয়। ফাইনালে উপস্থিত ছিলেন দমকলমন্ত্রী সুজিত বসু, আইএফএ সভাপতি অজিত বন্দোপাধ্যায়-সহ অন্য কর্তারা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement