English premiere League

র‌্যাশফোর্ডের গোলের সেঞ্চুরি, ছন্দে আর্সেনাল

রবিবার অন্য ম্যাচে আবার স্বমেজাজে ফিরেছে মিকেল আর্তেতার আর্সেনাল। বৃহস্পতিবার ইউরোপা লিগে পিএসভি আইন্দহোভেনের বিরুদ্ধে হারের পরে আবার জয়ের সরণিতে ফিরলেন বুকায়ো সাকারা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২২ ০৯:৪৩
Share:

মার্কাস ব়্যাশফোর্ড। ছবি রয়টার্স।

ইপিএল

Advertisement

ম্যান ইউ ওয়েস্ট হ্যাম

আর্সেনাল নটিংহাম

Advertisement

ধীরে ধীরে পরিচিত মেজাজে ফিরছে এরিক টেন হ্যাগের ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগে তারা ১-০ গোলে হারিয়েছে ওয়েস্ট হ্যামকে। ম্যাচের ৩৮ মিনিটে একমাত্র গোল করেন মার্কাস র‌্যাশফোর্ড। রেড ডেভিলসের হয়ে একশো গোল হয়ে গেল তাঁর। ১২ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে টেবলের পাঁচনম্বরে উঠে এলেন তাঁরা।

ম্যাচের পরে দাভিদ দা হিয়া বলেছেন, “এই জয়টা আমাদের কাছে খুব প্রয়োজনীয় ছিল। এই ছন্দ ধরে রাখতে পারলে আমাদের দলও পারে ইপিএল খেতাবি দৌড়ে ঢুকে পড়তে।”

রবিবার অন্য ম্যাচে আবার স্বমেজাজে ফিরেছে মিকেল আর্তেতার আর্সেনাল। বৃহস্পতিবার ইউরোপা লিগে পিএসভি আইন্দহোভেনের বিরুদ্ধে হারের পরে আবার জয়ের সরণিতে ফিরলেন বুকায়ো সাকারা। ঘরের মাঠে আর্সেনাল ৫-০ গোলে হারিয়েছে নটিংহাম ফরেস্টকে। দলের হয়ে জোড়া গোল করেন রিস নেলসন। বাকি তিন গোলদাতা বুকায়ো সাকা, টমাস পার্তে এবং মার্তিন ওদেগার্দ। ১২ ম্যাচে ৩১ পয়েন্ট অর্জন করে টেবলের এক নম্বরে উঠে এসেছে আর্সেনাল। ম্যাচের পরে আর্তেতা বলেছেন, “দলের থেকে এমনই একটা আক্রমণাত্মক ফুটবল আশা করেছিলাম। এতে সকলের আত্মবিশ্বাস আবার ফিরবে বলেই আমি বিশ্বাস করি।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন