Manchester United: টেন হ্যাগই হয়তো ম্যান ইউ কোচ

যিনি একইসঙ্গে নেপথ্যে খেলোয়াড়দের উদ্বুদ্ধ করার কাজটা করবেন। ২০১৯ সালে টটেনহ্যাম হটস্পারের কাছে সেমিফাইনালে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গিয়েছিল এরিকের আয়াখস।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২২ ০৭:২৪
Share:

এরিক টেন হ্যাগ। ছবি রয়টার্স।

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে নতুন ম্যানেজার হিসেবে এরিক টেন হ্যাগের নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়ার মুখে। যার অর্থ দিন ফুরিয়ে আসছেa ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবের অস্থায়ী ম্যানেজার রালফ রাংনিকের। যাঁকে অস্থায়ী ভাবে আনা হয়েছিল ওয়ে গুন্নার সোলসারের জায়গায়।

Advertisement

ক্লাবে সুদিন ফেরাতে ব্যর্থ হয়েছেন এই প্রবীণ জার্মান কোচও। যাঁর সময়ে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যান ইউ নেমে গিয়েছে সপ্তম স্থানে।

তা-ই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের পরের বার চ্যাম্পিয়ন্স লিগ খেলাও অনিশ্চিত হয়ে উঠেছে। ব্রিটিশ প্রচার মাধ্যমের খবর সোলসারের জায়গায় স্থায়ী ম্যানেজারের ভূমিকায় আর কিছুদিনের মধ্যেই কাজ শুরু করতে পারেন এরিক। শোনা যাচ্ছিল, মৌরিসিয়ো পোচেত্তিনোকেও প্যারিস সাঁ জারমাঁ থেকে কোচ করে আনা হতে পারে। কিন্তু শেষ পর্যন্ত এরিকের ভাগ্যেই হয়তো শিঁকে ছিঁড়তে চলেছে। শোনা যাচ্ছে, তিনি নিজেও রোনাল্ডোদের সঙ্গে কাজ করতে নাকি আগ্রহী। এমনিতে এরিক এখনও ব্যস্ত পিএসভি আইন্দোভেনকে ছাপিয়ে গিয়ে আয়াখসের ডাচ লিগ জয় নিশ্চিত করতে। তা-ই ম্যান ইউ হয়তো এখনই তাঁকে পাবে না।

Advertisement

একটি সূত্রের খবর, এরিকের নিয়োগ নিশ্চিত হলে তিনি ম্যান ইউয়ে নিয়ে আসবেন প্রিমিয়ার লিগের ক্লাবের কোনও প্রাক্তন ফুটবলার বা কোচকে। যিনি একইসঙ্গে নেপথ্যে খেলোয়াড়দের উদ্বুদ্ধ করার কাজটা করবেন। ২০১৯ সালে টটেনহ্যাম হটস্পারের কাছে সেমিফাইনালে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গিয়েছিল এরিকের আয়াখস।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement