সতীর্থ কিনকে চড় মারছেন গুয়ে। সোমবার ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে এভার্টনের ম্যাচে। ছবি: রয়টার্স
ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠে এভার্টনের কাছে ০-১ গোলে হেরে গেল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ১২ বছর পরে ওল্ড ট্র্যাফোর্ডে জয়ের মুখ দেখল এভার্টন।
নাটকীয় ম্যাচে লাল কার্ড দেখেছেন এভার্টনের মিডফিল্ডার ইদ্রিসা গুয়ে। চড় মেরে কার্ড দেখেছেন তিনি। তবে বিপক্ষের কোনও ফুটবলারকে নয়, গুয়ে লাল কার্ড দেখেছেন নিজের দলের ফুটবলার মাইকেল কিনকে থাপ্পড় মেরে।
ম্যাচের ১৩ মিনিটে ম্যাঞ্চেস্টারের বক্সে বল বিপন্মুক্ত করেন গুয়ে। কিন্তু তারপরই বিপজ্জনক ব্যাক পাস করেন। যেখান থেকে ম্যাঞ্চেস্টারের সামনে গোলের সুযোগ চলে এসেছিল। এভার্টনের বক্সে গোল লক্ষ্য করে শট নেন ব্রুনো ফের্নান্দেস। সেই শটে গোল হয়নি। কিন্তু সেই ব্যাক পাস নিয়ে গুয়ের সঙ্গে বচসা বাধে কিনের। কেন কিন বলটা ধরতে আসেননি, তার জন্য মাঠের মধ্যেই চিৎকার করতে থাকেন সেনেগালের ফুটবলার। তখনই তাঁকে চড় মেরে বসেন গুয়ে।
রেফারি টনি হ্যারিংটন সঙ্গে সঙ্গে লাল কার্ড দেখান গুয়েকে। এর পরে তিনি কিছুতেই মাঠ ছাড়তে চাইছিলেন না। তিনি যে প্রচণ্ড ক্ষুব্ধ, তা তাঁকে দেখেই বোঝা যাচ্ছিল। এভার্টনের গোলরক্ষক জর্ডান পিকফোর্ড এবং বাকিরা কোনওমতে তাঁকে সামলান। বিরতিতে কিন ও বাকি সতীর্থদের কাছে ক্ষমা চেয়ে নেন গুয়ে। ইপিএলে ২০০৮ সালের পর এই প্রথম কেউ নিজের দলের ফুটবলারকে মেরে লাল কার্ড দেখলেন।
খেলার শুরুতেই দশ জন হয়ে গেলেও হাল ছাড়েনি এভার্টন। ২৯ মিনিটে দলকে এগিয়ে দেন কিয়েরনান ডিউসবেরি-হল। এরপর শত চেষ্টা করেও ম্যাচে সমতা ফেরাতে পারেনি ম্যান ইউ। বেশ কয়েকটি দারুণ সেভ করেন পিকফোর্ড।
এভার্টনকে হারালে পয়েন্ট তালিকায় প্রথম চারে উঠে আসার সুযোগ ছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সামনে। তাদের এখন ১২ ম্যাচে ১৮ পয়েন্ট।