Mohammedan Sporting Club

মহমেডানের জন্য ফিফার নিষেধাজ্ঞা

আরও বড় শাস্তির কোপে কলকাতার অন‌্যতম প্রধান। মিরজালল কাশিমভের করা অভিযোগের ভিত্তিতে ফিফার তরফে নতুন ফুটবলার সই করানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে চিঠি পাঠানো হয়েছে মহমেডানকে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৫ ০৭:২৬
Share:

কয়েক সপ্তাহ আগেই সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটির তরফে ফুটবলার সই করানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল মহমেডান স্পোর্টিং ক্লাবকে। কারণ ফুটবলার থেকে ভেন্ডার সব মিলিয়ে প্রায় ২৪ লক্ষ টাকা বকেয়া ছিল মহমেডান ক্লাবের।

ক্লাবের কর্তাদের তরফে সেই বকেয়া মিটিয়ে দেওয়ায় বৃহস্পতিবার সকালে নিষেধাজ্ঞা উঠে যায়। কিন্তু এ বারে আরও বড় শাস্তির কোপে কলকাতার অন‌্যতম প্রধান। মিরজালল কাশিমভের করা অভিযোগের ভিত্তিতে ফিফার তরফে নতুন ফুটবলার সই করানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে চিঠি পাঠানো হয়েছে মহমেডানকে। সেই টাকার পরিমাণ প্রায় কয়েক কোটি।

ফিফার বিবৃতিতে বলা হয়েছে, “কাশিমভের আর্থিক দাবিদাওয়া না মেটানোয় শৃঙ্খলারক্ষা কমিটির তরফে আন্তর্জাতিক এবং জাতীয় ফুটবলার সই করানোর ক্ষেত্রে মহমেডানের উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হল। দাবি না মেটানো পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।”

মহমেডান কর্তারা অভিযোগ করছেন, দুই লগ্নিকারী সংস্থার মধ‌্যে কোনও বোঝাপড়া না থাকায় ক্লাব এরকম দুর্দশায় পড়েছে। কোনও রকমে কলকাতা লিগে দল নামালেও ডুরান্ডে তাঁরা কী ভাবে দল গড়বেন তা নিয়ে কার্যত মাথার চুল ছিঁড়তে হচ্ছে। এক কর্তা বললেন, “আমাদের ক্লাবের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। লগ্নিকারী সংস্থা না পেলে এই সমস‌্যা দ্রুত সমাধান করার রাস্তা অন্তত আমার জানা নেই।”

এই পরিস্থিতিতে আজ শুক্রবার লিগে ব‌্যারাকপুরে কলকাতা পুলিশের বিরুদ্ধে অভিযান শুরু করছে মহমেডান স্পোর্টিং।

শুক্রবার কলকাতা লিগে: কলকাতা পুলিশ বনাম মহমেডান (দুপুর ৩.০০, ব‌্যারাকপুর)।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন