Mohun Bagan Super Giant

শাস্তি তুলে নিল ফিফা, স্বস্তি মোহনবাগানে, নতুন ফুটবলার সই করাতে পারবে সবুজ-মেরুন

অস্ট্রেলিয়ার ক্লাব থেকে জেসন কামিংসকে সই করানোর ক্ষেত্রে পদ্ধতিগত কিছু সমস্যা থাকায় মোহনবাগানকে শাস্তি দিয়েছিল ফিফা। কর্তাদের চেষ্টায় দেড় মাস আগেই উঠে গেল শাস্তি। ফিরল স্বস্তি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জুন ২০২৫ ২২:২৬
Share:

মোহনবাগান ফুটবল দল। —ফাইল চিত্র।

দলবদলের উইন্ডো খুলতেই সুখবর মোহনবাগান সুপার জায়ান্টে। নতুন মরসুমের জন্য ফুটবলার সই করাতে আর কোনও বাধা রইল না। মঙ্গলবার ফিফা ট্রান্সফার ব্যান বা ফুটবলার সই করানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নিল মোহনবাগানের উপর থেকে। অস্ট্রেলিয়ার এ লিগের ক্লাব সেন্ট্রাল কোস্ট মেরিনার্স থেকে জেসন কামিংসকে সই করানোর ক্ষেত্রে পদ্ধতিগত কিছু ত্রুটি থাকায় নিষেধাজ্ঞা জারি করেছিল ফিফা।

Advertisement

গত মে মাসে নিষেধাজ্ঞা রাজি করা হয়। বিষয়টি গুরুতর না হওয়ায় নির্ধারিত সময়ের দেড় মাস আগেই শাস্তি প্রত্যাহার করে নিল ফিফা। তবে ক্লাব কর্তৃপক্ষও নিষেধাজ্ঞা তোলার জন্য প্রথম থেকে চেষ্টা করে গিয়েছেন। তারই সুফল মিলল ট্রান্সফার উইন্ডো খোলার সঙ্গে সঙ্গে।

কামিংসকে দলে নেওয়ার সময় ট্রান্সফার ফির মেটানো হলেও প্রশিক্ষণ সংক্রান্ত টাকা নিয়ে কিছু সমস্যা ছিল। যে টাকা মোহনবাগানের কাছ থেকে প্রাপ্য সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের। মোহনবাগান কর্তৃপক্ষ বেশ কয়েক বার সেই টাকা দেওয়ার চেষ্টাও করেছিলেন। কিন্তু প্রযুক্তিগত সমস্যা কারণে টাকা পাঠানো যায়নি নির্ধারিত সময়ের মধ্যে। সে কারণেই মোহনবাগানের উপর নতুন ফুটবলার সই করানোর উপর নিষেধাজ্ঞা জারি করে ফিফা।

Advertisement

ফিফার ট্রান্সফার উইন্ডো খুলেছে গত ৯ জুন। এর মধ্যেই ইস্টবেঙ্গল কয়েক জন ফুটবলারকে সই করিয়েছে। সম্ভবত নিষেধাজ্ঞার কারণে সবুজ-মেরুন শিবির এত দিন ততটা সক্রিয় ছিল না। বুধবার থেকেই দল গোছানোর কাছে ঝাঁপাতে পারেন মোহনবাগান সুপার জায়ান্ট কর্তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement