FIFA World Cup 2022

রোনাল্ডোর মাথায় কি বল লেগেছিল? চুলচেরা বিশ্লেষণে জবাব বল প্রস্তুতকারী সংস্থার

এ বারের বিশ্বকাপের বলে এমন প্রযুক্তি লাগানো রয়েছে যা সব ধরনের তথ্য ধরে রাখতে পারে। সেখানেই দেখা গিয়েছে রোনাল্ডোর মাথায় বল লেগেছিল কি না।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২২ ১০:৩৮
Share:

বল কি লেগেছিল রোনাল্ডোর মাথায়? ছবি: টুইটার

উরুগুয়ের বিরুদ্ধে পর্তুগালের প্রথম গোলটির মালিক কে? ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দাবি বল গোলে ঢোকার আগে তাঁর মাথায় লেগেছিল। রেফারিরা যদিও জানিয়ে দেন যে, গোলটি ব্রুনো ফের্নান্দেসের কারণ বল রোনাল্ডোর মাথায় লাগেনি। পর্তুগালের অধিনায়ক যদিও নিজের দাবিতে অনড়। এ বারের বিশ্বকাপের বল প্রস্তুতকারী সংস্থা জানিয়ে দিল যে, বল রোনাল্ডোর মাথায় লাগেনি।

Advertisement

এ বারের বিশ্বকাপের বলে এমন প্রযুক্তি লাগানো রয়েছে যা সব ধরনের তথ্য ধরে রাখতে পারে। বল প্রস্তুতকারী সংস্থার তরফে বলা হয়েছে, “আমাদের যে প্রযুক্তি রয়েছে তা বলছে, রোনাল্ডোর কোনও স্পর্শ ওই সময় বলে লাগেনি। বল গোলের দিকে যাওয়ার সময় যে স্পন্দন আমরা দেখেছি, তাতে এটা স্পষ্ট যে কোনও রকম ছোঁয়া লাগেনি। এ বারের বিশ্বকাপে আল রিহলা নামে যে বল ব্যবহার করা হচ্ছে, সেটার মধ্যে সেন্সর লাগানো আছে। সেটার সাহায্যেই আমরা বলতে পারি যে, বল রোনাল্ডোর মাথায় লাগেনি।”

গ্রুপ পর্বে উরুগুয়ে বনাম পর্তুগাল ম্যাচে প্রথম গোল হয় ৫৪ মিনিটে। প্রথমার্ধে পর্তুগাল বলের দখল বেশি রাখলেও গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে ফের্নান্দেসের ক্রসে মাথা ছোঁয়ানোর জন্য লাফান রোনাল্ডো। বল জালে জড়িয়ে যেতেই উৎসব করেন তিনি। মনে হয় গোলটা তিনিই করেছেন। কিন্তু রিপ্লেতে দেখা যায় বলটি রোনাল্ডোর মাথায় লাগেনি। ফের্নান্দেসের মারা বলটাই জালে জড়িয়েছে। গোলটি তাঁর প্রাপ্য। সেটাই দেওয়া হয়। কিন্তু ম্যাচ শেষের পরেও রোনাল্ডোকে দেখা যায় ওই গোলটি নিজের বলে দাবি করতে। তিনি জানান, বলটি তাঁর মাথা ছুঁয়ে গোলে ঢুকেছে। কিন্তু তা মানা হয়নি।

Advertisement

সম্প্রতি পিয়ার্স মর্গ্যানকে সাক্ষাৎকার দিয়েছিলেন রোনাল্ডো। যে সাক্ষাৎকারের পরে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় তাঁর। সেই মর্গ্যানের দাবি, রোনাল্ডো তাঁকে বলেছেন যে, বলটি তাঁর মাথায় লেগেছে। মর্গ্যান টুইট করে লেখেন, “রোনাল্ডো আমাকে বলেছে যে বলটা ওর মাথায় লেগেছিল। ফের্নান্দেসও সেটা মেনে নিয়েছে।” কিন্তু তা যে সত্যি নয়, সেটাই জানিয়ে দিল বল প্রস্তুতকারী সংস্থা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন