FIFA World Cup 2022

এক দিনের জন্য বদলে দেওয়া হল এমবাপের দেশের একটি মেট্রো স্টেশনের নাম, কেন?

ফ্রান্সের ফুটবলপ্রেমীদের দাবি মেনে এক দিনের জন্য পরিবর্তন করা হল একটি মেট্রো স্টেশনের নাম। নীল কাপড়ের উপর সাদা রং দিয়ে ‘ফ্রান্স’ লিখে ঢেকে দেওয়া হয়েছে আসল নাম।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২২ ২০:৩৫
Share:

বিশ্বকাপ ফাইনালের জন্য বদলে দেওয়া হল প্য়ারিসের একটি মেট্রো স্টেশনের নাম। ছবি: টুইটার।

এক দিনের জন্য পাল্টে দেওয়া হল একটি মেট্রো স্টেশনের নাম। বিশ্বকাপ ফাইনালে ট্রফির জন্য লড়াই আর্জেন্টিনার বিরুদ্ধে। লিয়োনেল মেসির দেশের নামেই রয়েছে প্যারিসের একটি মেট্রো স্টেশন। তাই এক দিনের জন্য সেই স্টেশনের নাম ঢেকে দেওয়া হল।

Advertisement

ফ্রান্সের ফুটবলপ্রেমীদের দাবি মেনে এক দিনের জন্য পরিবর্তন করা হল একটি মেট্রো স্টেশনের নাম। প্যারিসের একটি স্টেশনের নাম আর্জেন্টিনা। বিশ্বকাপ ফাইনালে কিলিয়ন এমবাপেদের লড়াই আর্জেন্টিনার সঙ্গেই। এমন দিনে বার বার ‘আর্জেন্টিনা’ নাম বলতে হবে বা ‘আর্জেন্টিনা’ লেখা দেখতে হবে, তা একদমই পছন্দ ছিল না ফরাসিদের। তাই ফুটবলপ্রেমীরা এক দিনের জন্য ঢেকে দিয়েছেন সেই মেট্রো স্টেশনের নাম। স্টেশনের যত জায়গায় আর্জেন্টিনা লেখা ছিল, সব জায়গায় তা ঢেকে দেওয়া হয়েছে। এক দিনের জন্য স্টেশনের নাম দেওয়া হয়েছে ‘ফ্রান্স’।

মেট্রো কর্তৃপক্ষও ফুটবলপ্রেমীদের এই কাজে আপত্তি করেনি।

Advertisement

জ়েভিয়ার নামে এক ফুটবলপ্রেমী বলেছেন, ‘‘আমি নিশ্চিত বিশ্বকাপ ফ্রান্সই জিতবে। আমাদের দলটা তারুণ্যে ভরপুর। ওদের চ্যাম্পিয়ন হওয়ার ক্ষমতা রয়েছে। দলটা দুর্দান্ত। ওরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য সব কিছু দিয়ে ঝাঁপাবে।’’ মেট্রো স্টেশনের নাম এক দিনের নীল কাপড়ের উপর সাদা রং দিয়ে লেখা হয়েছে। ফ্রান্সের তলায় লেখা হয়েছে ‘অ্যালেজ় লেস ব্লুজ’। অর্থাৎ, নীলরা এগিয়ে যাও। দিদিয়ের দেশঁর দলকে বিশ্বকাপের জন্য ঝাঁপানোর বার্তা দিয়েছেন ফুটবলপ্রেমীরা।

বিশ্বের দ্বিতীয় দেশ হিসাবে পর পর দু’বার ফুটবল বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রয়েছে ফ্রান্সের সামনে। তাই রবিবারের ফাইনাল ঘিরে তুঙ্গে উত্তেজনা। আইন-শৃঙ্খলা বজায় রাখতে ফ্রান্সের বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে ১৪ হাজার পুলিশ। শুধু প্যারিসের বিভিন্ন জায়গাতেই মোতায়েন করা হয়েছে ২৭৫০ জন পুলিশ কর্মীকে। দোহার লুসাইল স্টেডিয়ামে ফাইনাল দেখতে উপস্থিত থাকবেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁ। ফাইনালের আগে ফুটবলারদের উৎসাহিত করতে বিশেষ বার্তা দিয়েছেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন