FIFA World Cup 2022

কাতার বিশ্বকাপে দ্বিতীয় অঘটন, যে ভাবে জাপান হারিয়ে দিল জার্মানিকে

১৯৫৪, ১৯৭৪, ২০০৬ এবং ২০১৪ সালে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে জার্মানি। এ বারও খেতাবের অন্যতম দাবিদার তারা। চোটের জন্য জার্মানি প্রথম ম্যাচে দলের গুরুত্বপূর্ণ এক ফুটবলারকে পেল না।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২২ ১৮:০৬
Share:

জার্মানির বিরুদ্ধে সমানে সমানে লড়াই করল জাপান। ছবি: টুইটার।

কাতার বিশ্বকাপের ১০তম ম্যাচ। খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি জার্মানি এবং জাপান। চার বার চ্যাম্পিয়ন হয়েছে জার্মানি। জাপানের সেরা ফল, তিন বার দ্বিতীয় রাউন্ডে ওঠা।

Advertisement
  • গোল। দ্বিতীয় গোল জাপানের। জার্মানির বিরুদ্ধে ২-১ ব্যবধানে এগিয়ে গেল জাপান।
  • গোল। সমতা ফেরাল জাপান।
  • দুর্ভেদ্য ন্যয়ার। জাপানের গোলের চেষ্টা রুখলেন অনবদ্য ভাবে।
  • দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে জার্মানি। গুন্ডয়ার শট পোস্টে লাগল।
  • ব্যবধান বাড়াতে পারল না জার্মানি। অফসাইডের জন্য বাতিল হল গোল।
  • গোল। ৩৩ মিনিটে ১-০ ব্যবধানে এগিয়ে গেল জার্মানি। পেনাল্টি থেকে গোল গুন্ডয়ানের।
  • গুন্ডয়ানের দূরপাল্লা শট রুখে দিলেন জাপানের গোলরক্ষক।
  • প্রথম কর্নার পেল জার্মানি। এগিয়ে যেতে পারত তারা। অল্পের জন্য বাইরে রুডিগারের হেড।
  • বিপদ থেকে বাঁচল জার্মানি। অফসাইডের জন্য বাতিল জাপানের গোল।
  • ম্যাচের প্রথম কর্নার পেল জাপান। জার্মানির বিরুদ্ধে আগ্রাসী মেজাজে শুরু জাপানের।
  • অপেক্ষা আর কয়েক মিনিটের। কাতার বিশ্বকাপে মাঠে নামবে চার বারের চ্যাম্পিয়ন জার্মানি। এশিয়ার অন্যতম সেরা দল জাপানের বিরুদ্ধে অভিযান শুরু ম্যানুয়েল নয়্যারদের।
  • চোটের জন্য জার্মানি এই ম্যাচে পাচ্ছে না নির্ভরযোগ্য ফুটবলার লেরয় সানেকে। মঙ্গলবার অনুশীলন করার সময় হাঁটুতে চোট পেয়েছেন তিনি।
  • জাপান শিবিরে কোনও চোট, আঘাতের সমস্যা নেই। সেরা একাদশ নিয়েই জার্মানির মোকাবিলা করতে পারবে তারা।
  • কাতারের বৈষম্যমূলক আইনের প্রতিবাদে ‘ওয়ান লাভ’ বাহুবন্ধনী পরে মাঠে নামার কথা ছিল জার্মান অধিনায়কের। ফিফার কড়া নির্দেশে তারা সুর নরম করেছে।
  • আপাতত সুর নরম করলেও পিছু হঠছে না জার্মানি। ফিফার বিরুদ্ধে প্রতারণা, বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলে আন্তর্জাতিক ক্রীড়া আদালতের দ্বারস্থ হয়েছে জার্মান ফুটবল সংস্থা।
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন