Qatar World Cup 2022

বিশ্বকাপে নামার আগে ক্লাব-রোনাল্ডো সংঘাত চরমে, ‘ম্যাঞ্চেস্টার বিশ্বাসঘাতকতা করেছে’

কাতার বিশ্বকাপে নামার আগে প্রচণ্ড ক্ষুব্ধ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে মুখ খুলেছেন তিনি। ক্লাবের কোচ, কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাঁর।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২২ ১২:৩৪
Share:

লাল ম্যাঞ্চেস্টারে ভাল সময় যাচ্ছে না রোনাল্ডোর। —ফাইল চিত্র

আর কয়েক দিন পরেই কাতারে শুরু ফুটবল বিশ্বকাপ। কিন্তু তার আগে নিজের ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে চরম সংঘাতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনি ক্ষুব্ধ দলের কোচ, কয়েক জন ফুটবলার ও কর্মকর্তার উপর। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তাঁর সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা’ করেছে বলে অভিযোগ রোনাল্ডোর।

Advertisement

ফুটবল বিশ্বকাপের আগে একটি সাক্ষাৎকারে ক্লাবের বিরুদ্ধে মুখ খুলেছেন পর্তুগালের হয়ে সর্বাধিক গোল করা ফুটবলার। তিনি বলেছেন, ‘‘আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। আমাকে নিশানা করা হচ্ছে। আমি এই ক্লাবে থাকি, সেটা অনেকে চায়। শুধু এই বছর নয়, আগের বছরও তারা সেটাই চেয়েছিল।’’ কিন্তু কারা রয়েছেন সেই তালিকায়। কোচ এরিক টেন হ্যাগের নাম প্রকাশ্যে বলেছেন রোনাল্ডো। কিন্তু বাকি কারও নাম নেননি। বলেছেন, ‘‘শুধু কোচ নয়, আরও দু-তিন জন রয়েছে যারা আমাকে চায় না।’’

এই মরসুমের শুরু থেকেই লাল ম্যাঞ্চেস্টারের প্রথম একাদশে নিয়মিত নন রোনাল্ডো। বেশির ভাগ ম্যাচে বেঞ্চে বসেই কাটাতে হয়েছে। হাতেগোনা কিছু ম্যাচে পরিবর্ত হিসাবে মাঠে নেমেছেন। নেদারল্যান্ডসের টেন হ্যাগের যে রোনাল্ডোকে পছন্দ নয়, তা তাঁর দল গঠন থেকেই পরিষ্কার। রোনাল্ডোর থেকে অনেক বেশি মার্কাস র‌্যাশফোর্ডের উপর ভরসা তাঁর। তার ফলও পাচ্ছে দল। ইংলিশ প্রিমিয়ার লিগে শুরু থেকেই অনেক ম্যাচে পয়েন্ট নষ্ট করেছে তারা। এ বারও লিগ জেতার সম্ভাবনা তাদের প্রায় নেই বললেই চলে।

Advertisement

টেন হ্যাগের সঙ্গে তাঁর বিবাদ মাঠেই দেখা গিয়েছে। টটেনহ্যাম হটস্পারের বিরুদ্ধে ম্যাচ শেষ হওয়ার আগেই টানেল দিয়ে বেরিয়ে গিয়েছিলেন রোনাল্ডো। সেই কারণে তাঁকে সাসপেন্ড করা হয়েছিল। পরে অবশ্য দলে ফেরানো হয় রোনাল্ডোকে। কোচকে নিয়ে রোনাল্ডো বলেছেন, ‘‘যদি তুমি আমাকে সম্মান না করো, তা হলে আমিও তোমাকে সম্মান করব না। আগে ফুটবলারদের সম্মান করো। তা হলে তোমাকেও ফুটবলাররা সম্মান করবে।’’

এই মরসুমের আগেই জল্পনা শুরু হয়েছিল রোনাল্ডোর দল বদলের। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। সেই সময় সংবাদমাধ্যমে তাঁকে নিয়ে অনেক ভুয়ো খবর ছড়িয়েছিল বলে জানিয়েছেন রোনাল্ডো। বলেছেন, ‘‘সংবাদমাধ্যমে মিথ্যা বলেছে। গত কয়েক মাসে আমাকে নিয়ে ১০০টা খবর হলে তার মধ্যে মাত্র ৫টা সত্যি।’’

টেন হ্যাগের আগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের অন্তর্বর্তী কোচ ছিলেন রাল্‌ফ রাংনিক। তাঁকে কোচ হিসাবেই মানতে চান না রোনাল্ডো। তাঁর কথায়, ‘‘যদি তুমি ভাল কোচই না হতে পার তা হলে কী ভাবে দলের বস্‌ হবে? আমি ওর নাম আগে শুনিনি। ম্যাঞ্চেস্টারের মতো দলে ও বেমানান।’’ এই মরসুমের আগে ম্যাঞ্চেস্টার ছাড়েন রাংনিক। অস্ট্রিয়ার জাতীয় দলের দায়িত্ব পেয়েছেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন