Cristiano Ronaldo

সৌদি ছাড়ছেন রোনাল্ডো? চলতি বছর চুক্তি শেষ, ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন সিআর৭

আর কি সৌদি আরবের ক্লাবের হয়ে খেলবেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো? চলতি বছরই চুক্তি শেষ তাঁর। ভবিষ্যতে তিনি কী করবেন, সে কথা জানালেন পর্তুগালের ফুটবলার।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৫ ১৭:৩৬
Share:

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। —ফাইল চিত্র।

গত তিন বছর সৌদি আরবের ক্লাব আল নাসেরের হয়ে খেলছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিন বছরে ক্লাবের হয়ে ৮৩টি ম্যাচ খেলেছেন। করেছেন ৭৪টি গোল। করিয়েছেন আরও ১৮টি। এ বার কি ইতি? আর কি সৌদি আরবের ক্লাবের হয়ে খেলবেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো? চলতি বছরই চুক্তি শেষ তাঁর। ভবিষ্যতে তিনি কী করবেন, সে কথা জানালেন পর্তুগালের ফুটবলার।

Advertisement

চুক্তি শেষ হলেও রোনাল্ডো ক্লাব ছাড়তে চাইছেন না। তিনি চান, চুক্তি আরও বাড়াতে। তার বড় কারণ, তাঁর পরিবার। স্ত্রী জর্জিনা ও সন্তানদের সৌদি আরবে থাকতে ভাল লাগছে। তাই সেই দেশ ছাড়তে চান না সিআর৭। রোনাল্ডো বলেন, “আমি এখানে খুব খুশি। আমার পরিবারও খুশি। এই সুন্দর দেশে আমরা নতুন করে জীবন শুরু করেছি। তাই এখানেই থাকতে চাই। আমি আল নাসেরের হয়েই খেলতে চাই। আশা করছি ক্লাব আমার চুক্তি বাড়াবে।” রোনাল্ডো গত তিন বছর যা খেলেছেন তাতে সৌদির ক্লাব তাঁর চুক্তি বাড়াতে সাগ্রহে রাজি হবেন। সেই কারণেই হয়তো নিজের ভবিষ্যৎ ঠিক করে ফেলেছেন পর্তুগালের ফুটবলার।

ইংল্যান্ড, স্পেন, ইটালির মতো দেশে খেলার পর সৌদিতে গিয়েছেন রোনাল্ডো। সেখানে ভাল খেললেও আগের মতো সাফল্য নেই তাঁর। যদিও লড়াই ছাড়তে চাইছেন না তিনি। রোনাল্ডো বলেন, “আল হিলাল, আল ইত্তিহাদের মতো দলের বিরুদ্ধে খেলা কঠিন। কিন্তু আমরা লড়াই করছি। হাল ছাড়ছি না। কয়েকটা ফাইনালে হারতে হয়েছে। ভবিষ্যতে জিতব। আমি পেশাদার ফুটবলার। তাই ক্লাবকে সম্মান করি। ক্লাবের হয়ে নিজের সেরাটা দিই। ভবিষ্যতেও দেব। আল নাসেরকে আরও ট্রফি জেতাব।”

Advertisement

রোনাল্ডোর কথা থেকে স্পষ্ট, সৌদিতেই কেরিয়ার শেষ করতে চাইছেন তিনি। যদিও তাঁর এক সময়ের সতীর্থ ওয়েস ব্রাউন মনে করেন, রোনাল্ডোর উচিত আমেরিকার ক্লাবে খেলা। তা হলে আবার লিয়োনেল মেসির সঙ্গে তাঁর দ্বৈরথ ফুটবলবিশ্ব দেখতে পাবে। ব্রাউন বলেন, “ক্রিশ্চিয়ানোর উচিত আমেরিকায় যাওয়া। ওখানে মেসি খেলে। ক্রিশ্চিয়ানো এই বয়সেও ভাল খেলছে। ও আমেরিকায় গেলে মেসির সঙ্গে ওর লড়াই আবার দেখা যাবে। আশা করছি এই বিষয়টা ও ভাববে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement