Cristiano Ronaldo

হঠাৎ নতুন দেহরক্ষী নিয়োগ করলেন রোনাল্ডো, কেন আতঙ্কিত ক্রিশ্চিয়ানো?

কিছু দিন ধরে সমাজমাধ্যমে একের পর এক হুমকি পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং তাঁর পরিবারের সদস্যেরা। নিরাপত্তার স্বার্থে বেশ কিছু সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৫ ১৮:৫৪
Share:

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ছবি: এক্স (টুইটার)।

সৌদি আরবে নিরাপত্তাহীনতায় ভুগছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সমাজমাধ্যমে তাঁকে এবং তাঁর বান্ধবী জর্জিনা রদ্রিগেজকে কয়েক বার হুমকি দেওয়া হয়েছে। নিরাপত্তার জন্য নতুন দেহরক্ষী নিয়োগ করেছেন সিআর সেভেন।

Advertisement

এত দিন যাঁরা নিরাপত্তার দায়িত্বে ছিলেন, তাঁদের সকলকে সরিয়ে দিয়েছেন রোনাল্ডো। তাঁর এবং পরিবারের নিরাপত্তা প্রধান হিসাবে নিয়োগ করেছেন স্বদেশীয় বিশেষজ্ঞ ক্লদিয়ো মিগুয়েল ভাজকে। তিনি রোনাল্ডোর ব্যক্তিগত দেহরক্ষী হিসাবেও কাজ করবেন। স্পেনের ক্রীড়া দৈনিক মার্কা এই খবর জানিয়েছে।

পর্তুগালে বেসরকারি নিরাপত্তা বিশেষজ্ঞ হিসাবে পরিচিত ভাজ। তাঁর আধাসামরিক প্রশিক্ষণ রয়েছে। উপদ্রুত এলাকায় কাজের দক্ষতাও রয়েছে। পর্তুগালের একাধিক খ্যাতনামীর নিরাপত্তার দায়িত্ব সফল ভাবে সামলেছেন তিনি। তাই তাঁকেই দায়িত্ব দিয়েছেন পর্তুগিজ স্ট্রাইকার। স্পেনের সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, জাতীয় দলের সতীর্থ রাফায়েল লিয়াওয়ের পরামর্শে ভাজকে বেছে নিয়েছেন রোনাল্ডো।

Advertisement

রোনাল্ডো এখন খেলেন সৌদি আরবের ক্লাব আল নাসেরে। জর্জিয়া এবং পাঁচ সন্তানকে নিয়ে রিয়াধে থাকেন। কিছু দিন ধরে সমাজমাধ্যমে একের পর এক হুমকি পেয়েছেন রোনাল্ডো এবং তাঁর পরিবারের সদস্যেরা। হুমকির বিষয়টি ক্লাব কর্তৃপক্ষ এবং স্থানীয় পুলিশকেও জানিয়েছেন রোনাল্ডো। একই সঙ্গে নিজের নিরাপত্তা ব্যবস্থা নতুন করে সাজানোর সিদ্ধান্ত নেন। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে সমাজমাধ্যম ব্যবহার কমিয়েছেন জর্জিনাও। সন্তানদের ছবি বা ভিডিয়ো কিছু দিন ধরে আগের মতো আর পোস্ট করছেন না তিনি। সন্তানদের নিয়ে রিয়াধের রাস্তায় হাঁটতে যাওয়া অনেক কমিয়ে দিয়েছেন রোনাল্ডোও।

ভাজকে নিয়োগ করা নিয়েও সমস্যা হয়েছে। আগের নিরাপত্তাকর্মীদের তুলনায় ভাজ অনেক বেশি আগ্রাসী মানসিকতার। সাংবাদিকদেরও রোনাল্ডো বা জর্জিনার ধারেকাছে ঘেঁষতে দিচ্ছেন না তিনি। তা নিয়ে শুরু হয়েছে হালকা সমালোচনা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement